SciTech

এ কারা ভেসে বেড়াচ্ছে মহাকাশে, রহস্যভেদে ব্যর্থ বিজ্ঞানীরাও

বিজ্ঞানীরা মহাকাশ সম্বন্ধে এখন নিত্যনতুন তথ্য পাচ্ছেন। অনেক কিছু জানতেও পারছেন। কিন্তু মহাকাশেই এবার তাঁরা যা দেখলেন সে রহস্যের কিনারা করতে পারছেন না তাঁরা।

Published by
News Desk

মহাকাশ বিজ্ঞানে এখন বিশ্ব দুর্বার গতিতে এগিয়ে চলেছে। নানা কৃত্রিম উপগ্রহ, ভিনগ্রহ পর্যবেক্ষণে যাওয়া যান, টেলিস্কোপ এ কাজে বিজ্ঞানীদের সাহায্য করছে। কিন্তু সেই বিজ্ঞানীদের অবাক করে দিল এক দৃশ্য।

বিবিসি-তে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন ছবি তুলেছে যেখানে দেখা যাচ্ছে সৌরমণ্ডলের বৃহস্পতি গ্রহের আকার আয়তনের অনেকগুলি গ্রহ ভেসে বেড়াচ্ছে। কিন্তু তারা কোনও সূর্যের চারপাশে ঘুরছে না।

কোনও নক্ষত্রের আকর্ষণের মধ্যে তারা নেই। তারা এমনিই ভেসে বেড়াচ্ছে। ওরিয়ন নেবুলা-তে এমন প্রায় ৪০টির মত বৃহস্পতির আকারের গ্রহের খোঁজ মিলেছে।

কিন্তু তারা এভাবে এমনিই ভেসে বেড়াচ্ছে কেন? বিজ্ঞানীরা এর সঠিক উত্তর এখনও জানেন না। বরং এমন কাণ্ড তাঁদেরও অবাক করে দিয়েছে।

বিজ্ঞানীরা মনে করছেন, হতে পারে ভাসমান গ্রহের মত গোলকগুলি নক্ষত্র হতে গিয়েও নক্ষত্র হওয়ার জন্য এতটাই ছোট যে নক্ষত্র হতে পারেনি। অথবা এগুলি কোনও সূর্যের গ্রহই ছিল। কিন্তু কোনও কারণে তা সেই নক্ষত্রের কক্ষ থেকে ছিটকে গেছে।

কারণগুলি মনে করা হলেও এখনও বিজ্ঞানীরা স্পষ্ট নন যে এভাবে এগুলি এমনিই কীভাবে ভেসে বেড়াচ্ছে। তবে হাবল স্পেস টেলিস্কোপের চেয়ে শতগুণে শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এগুলির আরও ছবি পাঠাচ্ছে। যা পর্যালোচনা করে এ রহস্যের কিনারা করতে চাইছেন বিশ্বের তাবড় মহাকাশ বিজ্ঞানী।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts