Entertainment

রণবীর আলিয়ার বিয়েতে লাল স্টিকার হাতে ঘুরছেন সুরক্ষাকর্মীরা

রণবীর আলিয়ার বিয়ে এখন বলিউডে সবচেয়ে চর্চার বিষয়। সারা ভারত জুড়েই এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। সেখানেই দেখা গেল অদ্ভুত দৃশ্য।

Published by
News Desk

রণবীর আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল বুধবার থেকে। বুধবার ছিল মেহেন্দি অনুষ্ঠান। যেখানে সকাল থেকেই বহু বলিউড তারকা হাজির হন। আলিয়ার হাতে প্রথম হেনা পরিয়ে দেন আবেগাপ্লুত করণ জোহর।

এই বিয়েতে যে বলিউড উপচে পড়বে তা আগেই জানা ছিল। ফলে বুধবার থেকেই রণবীর কাপুরের বান্দ্রার বাড়ি বাস্তু-তে একের পর এক তারকার গাড়ি ঢুকছে আর বার হচ্ছে।

কিন্তু যতিই তিনি হুজ হু হোননা কেন প্রথমে কিন্তু সুরক্ষাকর্মীরা তাঁদের পথ আটকাচ্ছেন। তারপর তাঁদের মোবাইলটি চেয়ে নিচ্ছেন।

যত বড় সেলেব্রিটিই হোননা কেন তাঁকে সুরক্ষাকর্মীদের হাতে তাঁর মোবাইল ফোন তুলে দিতে হচ্ছে। মোবাইল ফোনটা নিয়েই তার ক্যামেরার লেন্সের সামনে একটি লাল স্টিকার লাগিয়ে দিচ্ছেন সুরক্ষাকর্মীরা। তারপর তা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।

উদ্দেশ্য একটাই। বিয়ের একটাও ছবি যেন বাইরে প্রকাশ না পায়। কেউ যেন লাইভ স্ট্রিমিং, ভিডিও বা ফটো নিতে না পারেন। ফোন ফেরত দেওয়ার পরও সকলের দিকে কড়া নজর রাখছেন সুরক্ষায় লিপ্ত লোকজন। অতিথিরা যেন ওই স্টিকার তুলে ফেলে ছবি তুলতে শুরু না করেন সেদিকেও নজর রাখা হচ্ছে।

অন্যদিকে বাড়িতে ঢুকতে না পারলেও যে সেলেব্রিটিদের গাড়ি ঢুকছে তাঁদের ছবি নেওয়ার জন্য পাপারাৎজিদের ভিড় উপচে পড়ছে।

পুলিশের তরফ থেকে বারবার তাঁদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন ছবি তোলার জন্য কারও গাড়ির পথ আটকে না দাঁড়িয়ে পড়েন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk