Entertainment

এই শিশুটিই কি বলিউডের পরবর্তী ড্রিমগার্ল? এর পরিচয় জানেন?

Published by
News Desk

ঘরে লক্ষ্মী এসেছে। পুরাণ মতে, লক্ষ্মীর আরেক রূপ রাধা। ছোট্ট পুতুলের মত লক্ষ্মীমন্ত মেয়ের নাম তাই অনেক ভেবেচিন্তে রাধ্যা রেখেছেন বাবা-মা। পুরো নাম রাধ্যা তখতানি। এষা দেওল ও ভরত তখতানির একমাত্র মেয়ে। ২০১২ সালের জুনে শিল্পপতি ভরত তখতানির সঙ্গে বিয়ে হয় বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওলের। বিয়ের ৫ বছর বাদে ২০১৭-র অক্টোবরে এষার কোল আলো করে জন্মায় ফুটফুটে কন্যাসন্তান। যদিও ধর্মেন্দ্র-হেমার ছোট মেয়ে অহনা দেওল বড়দির আগেই নাতির মুখ দেখিয়ে দিয়েছেন বাবা-মাকে। বাকি ছিল নাতনির মুখ দেখা। সেই ইচ্ছাও বড় মেয়ে-জামাই পূরণ করে দেওয়ায় খুশিতে ডগমগ দিদা হেমা মালিনী ও দাদু ধর্মেন্দ্র।

ড্রিম গার্লের নাতনিকে দেখতে কার মত হল তা এই ৬ মাসে জানতে দেওয়া হয়নি দেশের সংবাদমাধ্যমকে। ৬ মাস পর এষা নিজেই মেয়ের ছবি সামনে নিয়ে এলেন। ইন্সটাগ্রামে পুতুলের মত দেখতে মিষ্টি রাধ্যার ছবি পোস্ট করেছেন মেয়ের মা। খুদে রাধ্যার মুখ অবিকল যেন বাবা ভরতের মত। যদিও ‘ধুম’ খ্যাত অভিনেত্রীর দাবি, রাধ্যাকে দেখতে হয়েছে তাঁর মতই। দেখতে যার মতই হোক, রাধ্যা কিন্তু এরমধ্যেই বড়দের আশীর্বাদ পাচ্ছে অঢেল। এষার মেয়েকে ভালোবাসা জানিয়ে মামার দায়িত্ব পালন করে ফেলেছেন বলিউডের দুই অভিনেতা তুষার কাপুর ও অভিষেক বচ্চন। ছোট্ট রাধ্যা ও তার মাকে ঢালাও শুভেচ্ছা জানিয়েছেন এষার অনুরাগীরাও।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk