Entertainment

শুক্রবার ফের সিনেমা হলে পিএম নরেন্দ্র মোদী

আগামী শুক্রবার থেকে ফের দেশজুড়ে খুলছে সিনেমা হল। ওইদিন ফের একবার বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘পিএম নরেন্দ্র মোদী’।

মুম্বই : করোনার জন্য সেই মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সিনেমা হল, মাল্টিপ্লেক্স। তারপর জুন মাস থেকে আনলক পর্ব শুরু হলে একটু একটু করে শুরু হয়েছে কাজকর্ম। প্রতি মাসের শেষে আনলক পর্বের পরবর্তী অধ্যায়ে বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

এতদিন সিনেমা হলে কিন্তু ছাড় মেলেনি। অবশেষে অক্টোবরের শুরুতে আনলক পর্বের নয়া অধ্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রক শর্তসাপেক্ষে দেশজুড়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে।

১৫ অক্টোবর থেকে খুলছে হল। তবে ৫০ শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল চালাতে হবে। শো চালাতে হবে। এমনই শর্ত দিয়েছে কেন্দ্র।

উৎসবের মরসুমেই সিনেমা হল খোলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিনেমা হলের মালিকরা। স্বাগত জানিয়েছেন সিনেমা মোদী দর্শকরাও।

এতদিনে বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে বটে তবে তা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ১৫ অক্টোবর থেকে ফের সিনেমা হলেই রিলিজের সুবিধা পাবে সিনেমাগুলি।

১৫ অক্টোবর কিন্তু দেশজুড়ে অন্য কিছু সিনেমার সঙ্গে হলে দ্বিতীয় বারের জন্য আসছে ‘পিএম নরেন্দ্র মোদী’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের উত্থান। বিশেষত প্রশাসনের প্রধান হিসাবে তাঁর জীবন এই সিনেমার মূল বিষয়। যা গত ২০১৯ সালে প্রথম মুক্তি পায় বিভিন্ন সিনেমা হলে।

যদিও তখন রাজনৈতিক কারণে তা বেশিদিন চলতে পারেনি বলে দাবি করেছেন সিনেমার প্রযোজক সন্দীপ সিং।

সিনেমার পরিচালক জানিয়েছেন আরও একবার সিনেমাটি হলে এলে আরও বেশি সংখ্যক মানুষ সিনেমাটি দেখার সুযোগ পাবেন। যা তাঁদের অনেক খেটে তৈরি এই সিনেমার জন্যও ভাল। আর এমন একটি সিনেমা সকলে দেখার সুযোগও পাবেন।

সিনেমায় নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এছাড়া রয়েছেন বোমান ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী, জারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব, রাজেন্দ্র গুপ্তা সহ আরও অনেকে।

নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর জীবন নিয়েই মূলত তৈরি হয়েছে এই সিনেমাটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025