আশা ভোঁসলের পোস্ট করা ছবিতে ৪ বোন, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @ashabhosle
মুম্বই : একটি সাদা কালো ছবি। যেখানে ৪ কিশোরীকে দেখতে পাওয়া যাচ্ছে। এমনই একটি ছবি ট্যুইট করলেন বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে। ছবিটি পোস্ট করার কারণও রয়েছে। তাঁর দিদি লতা মঙ্গেশকর যে সোমবার পূর্ণ করলেন ৯১ বছর।
৯১টি বসন্ত পার করে ৯২ বছরে পা দিলেন লতা। এই ছবিটা দিয়েই দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বোন। খ্যাতির প্রশ্নে ২ জনই কিংবদন্তী। লতা মঙ্গেশকর সম্বন্ধে ভারতবাসীকে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। সেই লতা মঙ্গেশকরের সোমবার ছিল জন্মদিন।
জন্মদিনে একটা সাদা কালো ছবি পোস্ট করে আশা ভোঁসলে মনে করালেন তাঁদের ৪ বোনের কথা। ছবিতে দেখা যাচ্ছে লতা, আশা, ঊষা ও মীনা, ৪ বোনকে। লতা মঙ্গেশকর বসে আছেন। তাঁর পাশে ঊষা মঙ্গেশকর।
এদিন জন্মদিন উপলক্ষে লতা মঙ্গেশকরকে শুভেচ্ছা জানান বহু মানুষ। শুধু সিনেমা বলেই নয়, দেশের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য মানুষজন লতা মঙ্গেশকরকে তাঁর ৯১ তম জন্মদিনে শুভেচ্ছা জানান। সোশ্যাল সাইট ভরে ওঠে শুভেচ্ছায়।
লতা মঙ্গেশকরের মত ব্যক্তিত্বের জন্মদিন আর এক বলিউড তারকারও জন্মদিন। তিনি রণবীর কাপুর। ঋষি কাপুর ও নীতু কাপুরের ছেলে রণবীর এদিন ৩৮ বছর পূর্ণ করলেন। পা রাখলেন ৩৯ বছরে।
ঋষি কাপুরের মৃত্যুর পর এটাই তাঁর প্রথম জন্মদিন। হয়তো একটা বিষাদ রয়েছে। তার মধ্যেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান বহু মানুষ।
রণবীর কাপুর এমন এক বলিউড ব্যক্তিত্ব যাঁর কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। তবে তা না থাকলে কী হবে, তাঁকে শুভেচ্ছা জানাতে এতটুকু কার্পণ্য করেননি কেউ। সকলেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে সকাল থেকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।
রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি তাঁর সঙ্গে ভাই রণবীরের ছোটবেলার বেশ কিছু ছবির কোলাজ পোস্ট করেন তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। তলায় শুভেচ্ছা জানান তাঁর ভাইকে। তুতোদিদি করিনা কাপুর খানও রণবীরের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা