Entertainment

এবার অ্যানিমেশন জগতেরও সুপারহিরো চুলবুল পাণ্ডে

সুপারস্টার সলমন খানের সিনেমা এবার অ্যানিমেশনের যাদুতে সামনে আসতে চলেছে। তাঁর চরিত্র চুলবুল পাণ্ডে এবার অ্যানিমেশনের সুপারকপ।

Published by
News Desk

মুম্বই : ভারতীয় সিনেমার জগতে তিনি সুপারস্টার তকমা অনেকদিন আগেই পেয়ে গেছেন। তাঁর অনেক সফল সিনেমার তালিকায় রয়েছে দাবাং-ও। দাবাং সিকুয়েলও তৈরি হয়েছে। একটা সিরিজের মত। দাবাং-এ সুপারস্টার সলমন খান একজন পুলিশ অফিসার। যাকে বলে সুপারকপ। নাম চুলবুল পাণ্ডে। যাঁর পিঠের দিকে কলারে ঝোলে তাঁর সানগ্লাস। সেই দাবাং সিনেমা এবং চুলবুল পাণ্ডে এবার আসছে অ্যানিমেশনের যাদুর জগতে তুফান তুলতে।

চুলবুল পাণ্ডে বলেই নয়, দাবাং সিনেমায় চুলবুলের বাবা প্রজাপতিজি, স্ত্রী রজ্জো বা ছেদি সিং-এর মত চরিত্ররাও জায়গা পাচ্ছে অ্যানিমেশনে। আর এদের নিয়েই চুলবুল পাণ্ডেকে সামনে রেখে অ্যানিমেশনের পর্দা কাঁপাতে তৈরি হচ্ছে দাবাং। তৈরি করছে অ্যানিমেশন স্টুডিও কসমস-মায়া। তবে পুরো সিরিজটাই ঘুরপাক খাবে চুলবুল পাণ্ডের সব অসামান্য কাণ্ড দিয়ে।

সলমন খানের ভাই আরবাজ খান জানিয়েছেন, দাবাং-য়ের সবচেয়ে বড় পাওনা হল এটি একটি ফ্যামিলি এন্টারটেনার। তিনি আরও জানিয়েছেন, অ্যানিমেশনে চুলবুলকে নিয়ে গল্প বলার ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে। অতিমানবিক এক চরিত্র হিসাবেই সামনে আসবে চুলবুল পাণ্ডে। আসবে তার সব অসাধারণ অ্যাডভেঞ্চার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk