Entertainment

তৈরি হল ইতিহাস, গলা মেলালেন দেশের ১০০ জন সঙ্গীতশিল্পী

করোনা উদ্বেগ ভারতকে কোথাও যেন এক করে তুলেছে। এক দেশ, এক আওয়াজ মন্ত্রে দেশের ১০০ জন সঙ্গীতশিল্পী মেলালেন গলা। তৈরি হল ইতিহাস।

Published by
News Desk

করোনার উদ্বেগ অন্য অনেক দেশের মতই ভারতবাসীর পিছু ছাড়ছে না। এই অবস্থায় সামনে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন যাঁরা তাঁদের সেলাম জানিয়ে এবং প্রধানমন্ত্রীর কেয়ারস ফান্ডে দানের আহ্বান নিয়ে ‘ওয়ান নেশন, ওয়ান ভয়েস’ নামে এক একত্র উপস্থাপনায় শামিল হলেন দেশের ১০০ জন সঙ্গীতশিল্পী। ভারতরত্ন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের আশীর্বাদকে পাথেয় করে এই উদ্যোগ এক ইতিহাস রচনা করল। এতজন সঙ্গীতশিল্পীর একত্র উদ্যোগ এর আগে হয়নি। অথচ সকলেই বাড়ি থেকে তাঁর অংশের কাজ করেছেন।

১৪টি ভাষায় এই এক দেশ, এক আওয়াজ তৈরি হয়েছে। যেখানে গলা মিলিয়েছেন আশা ভোঁসলে, কুমার শানু, উদিত নারায়ণ, অনুপ জালোটা, কবিতা কৃষ্ণমূর্তি, এসপি বালাসুব্রমনিয়াম, অলকা ইয়াগনিক, হরিহরণ, পঙ্কজ উদাস, কৈলাস খের, মহালক্ষ্মী আইয়ার, সোনু নিগম, শান, শৈলেন্দ্র সিং, সুরেশ ওয়াদকর, তালাত আজিজ, শঙ্কর মহাদেবন, যশবীর জাস্যি, শ্রীনিবাস সহ দেশের বিভিন্ন প্রান্তের আরও ৮০ জন সঙ্গীতশিল্পী।

এই ইতিহাস সৃষ্টি করা সঙ্গীত প্রকাশ পাবে আগামী ৩ মে। রেডিও, টিভি, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাবে এটি। এমনই জানিয়েছেন উদ্যোক্তারা। পুরো উপস্থাপনাটি সোনু নিগম, শ্রীনিবাস ও সঞ্জয় ট্যান্ডনের মস্তিষ্ক প্রসূত। যে ১৪টি ভাষায় এই উপস্থাপনা হতে চলেছে সেগুলি হল, হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, ভোজপুরি, অসমীয়া, কাশ্মীরি, সিন্ধি, রাজস্থানি ও ওড়িয়া। পুরো উপস্থাপনাই কিন্তু বাড়িতে বসে ভিডিও করে তৈরি করেছেন শিল্পীরা। বাড়িতে বসে তাঁদের পাঠানো ভিডিওকে একটি সুতোয় বাঁধা সহজ কাজ ছিলনা। এটা একটা গান নয়, এটা দেশের সকলের জন্য একটি অ্যান্থেম হতে চলেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk