Entertainment

রামায়ণ ফিরেছে, এবার দূরদর্শনের পর্দায় ফিরল উত্তর রামায়ণ

উত্তর রামায়ণে রামের লঙ্কা জয়ের পর ফিরে রাজ্যাভিষেক, তাঁর ২ সন্তান লব ও কুশ-এর জীবন চিত্রিত হয়েছিল। সেই সিরিয়ালও আশির দশকে প্রবল জনপ্রিয়তা লাভ করেছিল।

Published by
News Desk

রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়াল আশির দশকে যে জনপ্রিয়তা লাভ করেছিল, লকডাউনে ফিরে আসা সেই সিরিয়াল এই ২০২০ সালেও প্রায় সমান জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই সকাল সন্ধে রামায়ণ দেখছেন। একটাও এপিসোড ছাড়ছেন না। রামায়ণ সিরিয়ালের এই ঐতিহাসিক ফিরে আসার হাত ধরে এবার দূরদর্শনের পর্দায় ফিরল উত্তর রামায়ণ। উত্তর রামায়ণ হল রামের লঙ্কা জয়ের পরবর্তী সময়ের কথা।

উত্তর রামায়ণে রামের লঙ্কা জয়ের পর ফিরে রাজ্যাভিষেক, তাঁর ২ সন্তান লব ও কুশ-এর জীবন চিত্রিত হয়েছিল। সেই সিরিয়ালও আশির দশকে প্রবল জনপ্রিয়তা লাভ করেছিল। এবার সেই সিরিয়ালও দর্শকদের মনোরঞ্জনের জন্য ফিরল। যা নিয়ে উচ্ছ্বসিত তখন ওই সিরিয়ালে অভিনয় করা কুশীলবরা। উত্তর রামায়ণে লবের চরিত্রে অভিনয় করেছিলেন ময়ূরেশ ক্ষেত্রমেদ ও কুশের চরিত্রে অভিনয় করেছিলেন স্বপ্নিল জোশী।

স্বপ্নিল জোশী জানান, তিনি যখন ওই সিরিয়ালে অভিনয় করেন তখন তাঁর বয়স ছিল ৯ বছর। তাই সব স্মৃতি পরিস্কার নয় এখন। তবে তাঁর মনে আছে একটা পরিবারের মত ওই সিরিয়ালে অভিনয় হত। সেই পুরনো অভিনয় ফের টিভির পর্দায় দেখতে মুখিয়ে আছেন তিনি। সোমবার থেকেই এই সিরিয়ালটি দেখানোর কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk