Entertainment

করোনায় কাবু বলিউডের বিখ্যাত প্রযোজকের মেয়ে

প্রযোজকের মেয়েকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে

Published by
News Desk

বলিউডের প্রথম করোনা সংক্রমিত ছিলেন গায়িকা কণিকা কাপুর। এবার সেই বলিউডের এক বিখ্যাত প্রযোজকের মেয়ের দেহে মিলল করোনার অস্তিত্ব। এই প্রথম জুহু এলাকায় কোনও করোনা সংক্রমিতের খোঁজ মিলল।

প্রযোজকের মেয়েকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। ওই প্রযোজক শাহরুখ খানের ২টি সিনেমার প্রযোজক ছিলেন।

প্রযোজকের ২ মেয়ে। এক মেয়ে ইতিমধ্যেই অভিনয় জগতে পা রেখেছেন। যদিও তাঁর করোনা হয়নি। হয়েছে অন্য মেয়ের। ওই প্রযোজক অবশ্য খোলাখুলিই বন্ধু ও আত্মীয় মহলে জানিয়েছেন, তাঁর মেয়ের শরীরে করোনার কোনও উপসর্গ ছিলনা। তিনি কোনও বিদেশির সঙ্গে এরমধ্যে মেলামেশা করেননি। তবে সাবধানতা বজায় রেখে তাঁর আবাসনের সকলের করোনা পরীক্ষা করা হচ্ছে।

ওই প্রযোজক জানিয়েছেন, তাঁর আবাসনের সকলের করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার আবাসনের সকলের সঙ্গে কথাও বলে যান স্বাস্থ্যকর্মীরা। সকলের শরীরের অবস্থা জেনে যান। আবাসনের সকলে এই কাজে প্রভূত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন ওই প্রযোজক।

মুম্বইয়ের অনেক জায়গাতেই করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। তবে জুহুর মত বর্ধিষ্ণু এলাকায় এই প্রথম করোনা পাওয়া গেল কারও শরীরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts