Entertainment

লকডাউনে সময় কাটাতে ফের শুরু হচ্ছে রামায়ণ

Published by
News Desk

মহাকাব্য রামায়ণকে টিভির পর্দায় ধারাবাহিকের আকারে তুলে ধরেছিলেন রামানন্দ সাগর। রামানন্দ সাগরের রামায়ণ সেসময়ে হৈচৈ ফেলে দিয়েছিল। সেই রামায়ণ ধারাবাহিক আবার ফিরছে টিভির পর্দায়। শুক্রবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, শনিবার ২৮ মার্চ থেকে প্রতিদিন সকাল ও রাতে ২ বার ১ ঘণ্টা করে রামায়ণ ধারাবাহিকটি সম্প্রচার করা হবে। দূরদর্শনে এই সিরিয়াল দেখতে পাবেন মানুষজন।

করোনার জেরে গোটা দেশ এখন লকডাউনের আওতায়। করোনাকে রুখতে কাউকে বাড়ি থেকে বার হতে মানা করেছে সরকার। এই পরিস্থিতিতে বাড়িতে অস্থির হয়ে উঠছেন মানুষ, সেইসঙ্গে একটা অজানা উদ্বেগও কাজ করছে অনেকের মনে। এই পরিস্থিতিতে শনিবার থেকে দিনে ২ ঘণ্টা রামায়ণ দেখার সুযোগ পাবেন তাঁরা। দূরদর্শনে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দেখানো হবে ১ ঘণ্টা। তারপরের এপিসোড দেখানো হবে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত।

একসময়ে রামায়ণ শুরু হলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। এতটাই আকর্ষণ ছিল এই ধারাবাহিকের। সেটাই ফের শুরু হলে তা এই লকডাউনের সময়ে মানুষের সময় কাটানোর জন্য কার্যকরী হবে বলেই মনে করছেন অনেকে। সাধারণ মানুষও এই খবরে খুশি। শনিবার থেকে অনেকেই মনে করছে রামায়ণ দেখে দিনের ২টো ঘণ্টা তো কাটবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk