Entertainment

আলিয়া ভাটকে চুমু খেলেন রণবীর, মালাইকাকে অর্জুন

Published by
News Desk

একটি ছবি এখন রীতিমত ভাইরাল। ছবিটিতে দেখা যাচ্ছে আলিয়া ভাটকে চুম্বন করছেন রণবীর কাপুর। মিষ্টি চুম্বনে আলিয়ার মুখে খুশির হাসি। ফ্রেমে ধরা পড়েছেন আরও ২ সেলেব্রিটি। রণবীর যখন আলিয়াকে চুম্বন করতে ব্যস্ত, তখন তাঁদের পিছনে অর্জুন কাপুর জড়িয়ে ধরেছেন মালাইকা অরোরাকে। মালাইকাকে চুম্বন করতেও দেখা যাচ্ছে তাঁকে।

ফটোগ্রাফার বিরল ভায়ানি জানিয়েছেন ছবিটি শেয়ার করেছেন নাতাশা পুনাওয়ালা। ছবিটি নিউ ইয়র্কে তোলা বলেও উল্লেখ রয়েছে। এই ছবি নিয়ে এখন ইন্টারনেটে হৈচৈ পড়ে গেছে। আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেমের কথা বহুল প্রচলিত। এঁদের বিয়েও নাকি সামনেই। আগামী নভেম্বরে বিয়ে, এমনও কান পাতলে শোনা যাচ্ছে টিনসেল টাউনের আনাচে কানাচে। তারপর আলিয়ার জন্মদিনে তাঁকে এমন একটি উপহার দিলেন রণবীর।

আলিয়া ভাট ২৭ বছর পূর্ণ করলেন। মনে করা হচ্ছে তারই উপহার হিসাবে রণবীরের এই চুম্বন। এদিকে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেমপর্ব নিয়েও জোর জল্পনা বলিউডে। মনে করা হচ্ছে এই জুটিও এবার সাতপাকে বাঁধা পড়তে পারেন। তবে এ বিষয়ে ২ জনের কেউই মুখ খোলেননি। কিন্তু নেটিজেনরা মনে করছেন অর্জুনের এই ছবিতে মালাইকাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া অনেক কিছু বলে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk