Entertainment

সিনেমার সেটে প্রাণঘাতী দুর্ঘটনা

Published by
News Desk

সিনেমার শ্যুটিং করতে গেলে মানানসই সেটের প্রয়োজন হয়। সেই সেট তৈরির কাজই চলছিল পুরোদমে। বিশাল সেটের জন্য ক্রেন আনা হয়েছিল। ক্রেনের সাহায্যে সেই সেট নির্মাণের সময় আচমকাই গত বুধবার রাতে ভেঙে পড়ে ক্রেনটি। কিছু বোঝার আগেই সেট তৈরির দায়িত্বে থাকা কয়েকজনের ওপর আছড়ে পড়ে ক্রেনটি। ১৫ জন আহত হন। এঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষার পর ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের চিকিৎসা চলছে। দক্ষিণ ভারতীয় সুপারস্টার কমল হাসান-এর বিখ্যাত সিনেমা ‘ইন্ডিয়ান’-এর সিকুয়েল তৈরি হচ্ছিল। পরিচালনা করছিলেন এস শঙ্কর। তারই সেট তৈরির কাজ চলছিল। ‘ইন্ডিয়ান-২’ সিনেমার ওই সেটেই ক্রেন ভেঙে এমন কাণ্ড ঘটে।

সেটটি চেন্নাইয়ের একটি স্টুডিওতে তৈরি হচ্ছিল। ঘটনার পরই হাসপাতালে আহতদের দেখতে যান কমল হাসান। জানান, সেট ভেঙে তাঁর যে ক্ষতি হল তা নিয়ে তিনি অতটাও চিন্তিত নন, যতটা তিনি চিন্তিত মৃতদের পরিবার নিয়ে। আহতদের চিকিৎসারও সবরকম বন্দোবস্ত করেন কমল হাসান। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কমল হাসান বিখ্যাত অভিনেতা হওয়ার পাশাপাশি এখন দক্ষিণী রাজনীতির অন্যতম মুখও বটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk