Entertainment

শ্রদ্ধা কাপুরের কাছে হেরে গেলেন কঙ্গনা রানাওয়াত

Published by
News Desk

একই দিনে ২টি সিনেমার রিলিজ মানেই ২ সিনেমার লড়াই। কে বেশি দর্শক টানতে পারে তার লড়াই। আর সেই লড়াইয়ের শুরুতেই চওড়া হাসি ফুটল শ্রদ্ধা কাপুরের মুখে। তুলনায় অনেকটা পিছিয়ে পড়লেন কঙ্গনা রানাওয়াত। আসলে গত শুক্রবারই মুক্তি পেয়েছে ২টি সিনেমা। কঙ্গনা রানাওয়াতের ‘পাঙ্গা’ আর শ্রদ্ধা কাপুর-বরুণ ধাওয়ান অভিনীত ‘স্ট্রিট ডান্সার ৩ডি’। সেখানে দেখা গেছে প্রথম দিনের ব্যবসায় অনেকটা পিছিয়ে পড়েছে কঙ্গনার পাঙ্গা।

প্রথম দিনে যেখানে সারা ভারত মিলিয়ে শ্রদ্ধা কাপুরের ‘স্ট্রিট ডান্সার ৩ডি’ ১০ কোটি ২৬ লক্ষ টাকার বাজার করেছে, সেখানে কঙ্গনা রানাওয়াতের পাঙ্গা ব্যবসা করতে পেরেছে মাত্র ২ কোটি ৭০ লক্ষ টাকার। ফলে অনেক পিছিয়ে থেকেই শুরু করল পাঙ্গা। তাও আবার দেশের প্রধান শহরগুলিতে ইভনিং শো থেকে তাও কিছুটা ভিড় পেয়েছ পাঙ্গা। অন্য শহরে সেটাও পায়নি।

‘স্ট্রিট ডান্সার ৩ডি’ তরুণ প্রজন্মকে আকর্ষিত করার মত সিনেমা। আর দেখা গেছে নতুন প্রজন্মের পছন্দের সিনেমা হলে তা শুরুতেই ভাল ব্যবসা দেওয়া শুরু করে। সেখানে পাঙ্গা ক্রীড়া ধর্মী সিনেমা। কাবাডি খেলোয়াড়ের লড়াই নিয়ে সিনেমা। যা মানুষকে অতটা টানতে পারেনি। ২টি সিনেমাই আবার মুম্বই সহ মহারাষ্ট্রে তেমন একটা ভাল ফল করতে পারছে না তানাজি-র দাপুটে ব্যাটিংয়ে। অজয় দেবগণের তানাজি সেখানে সুপারহিট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk