Entertainment

স্বামীর সামনে প্রাক্তন প্রেমিককে হাতুড়ি মেরে খুন করলেন জনপ্রিয় অভিনেত্রী

Published by
News Desk

সামনেই দাঁড়িয়ে স্বামী। শুধু স্বামী নন, ঘরে ছিলেন তাঁর বোন-ভগ্নীপতিও। সেই ঘরে ছিলেন আরও একজন। তিনি অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক। সে পুরনো কথা। এখন তিনি আর একজনের ঘরণী। নিজেও স্বপেশায় সাফল্য ছুঁয়েছেন। জনপ্রিয়তা পেয়েছেন। সকলে তাঁকে এক ডাকে এখন চেনেন। পুরনো প্রেমিককে ছেড়ে কবেই তো বিয়ে করেছেন অভিনেত্রী। মাঝে কোনও সমস্যাও হয়নি। কিন্তু হালে ফের ফিরে আসেন তাঁর প্রাক্তন প্রেমিক। শুরু করেন জ্বালাতন। অন্তত অভিযোগ এমনই।

পুলিশ জানাচ্ছে, ছোটপর্দার জনপ্রিয় মুখ এস দেবী-র বোনের বাড়িতে হাজির হয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক ৩৮ বছরের এম রবি। সেখানে এসে তিনি কী দাবি করেছিলেন। কীভাবে দেবীকে বিরক্ত করছিলেন সে সম্বন্ধে বিস্তারিত কিছু না পাওয়া গেলেও এস দেবী নিজেই পুলিশের কাছে এসে জানান তিনি রবিকে খুন করেছেন। একটা হাতুড়ি মেরে খুন করেছেন তাঁকে।

তামিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পুলিশ স্টেশনে হাজির হয়ে প্রাক্তন প্রেমিককে হত্যা করেছেন বলে দাবি করছেন। এতে প্রাথমিকভাবে হকচকিয়ে যায় পুলিশও। তারপর অবশ্য তদন্তে নামে। উদ্ধার হয় রবির দেহ। পুলিশ এরপর ওই অভিনেত্রীকে গ্রেফতার করে। শুধু তাঁকেই নয়, সেইসঙ্গে তাঁর স্বামী বি শঙ্কর, বোন এস লক্ষ্মী ও লক্ষ্মীর স্বামী সাওয়ারিয়ারকেও গ্রেফতার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk