Entertainment

জুনিয়র আর্টিস্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর, জানালেন তিনি সন্তানসম্ভবা

Published by
News Desk

এক জুনিয়র আর্টিস্টের বিরুদ্ধে পুলিশে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন ছোট পর্দার পরিচিত মুখ এক অভিনেত্রী। তাঁর দাবি, তাঁকে একটি হোটেলের ঘরে ধর্ষণ করে ওই জুনিয়র আর্টিস্ট। তারপরই তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন। পুলিশের কাছে গত ১২ নভেম্বর এই অভিযোগ করেন তিনি। পুলিশ এরপর অভিযুক্ত বিনীত বর্মা নামে ওই যুবককে ফোন করে। কিন্তু তার ফোন বন্ধ ছিল। তার পরিবারের কারও ফোনও পায়নি পুলিশ। বিনীতের বাড়ি হরিয়ানার যমুনানগরে। কিন্তু সেখানেও তাকে পাওয়া যায়নি। পুলিশ তার খোঁজ করছে। পাশাপাশি ওই অভিনেত্রীকে মেডিক্যাল টেস্টের জন্য আসতে বলেছে।

কাহানি ঘর ঘর কি, দেশ মে নিকলা হোগা চাঁদ-এর মত সিরিয়াল, নাচ বালিয়ে-র মত টিভি শো–তে অংশ নেওয়া ওই অভিনেত্রীর সঙ্গে বিনীতের আলাপ হয় এমনই একটি টিভি শো করতে গিয়ে। গত অক্টোবরেই বন্ধুত্ব গাঢ় হয়। অভিনেত্রী হিসাবে ছোট পর্দায় তিনি পরিচিত মুখ হলেও বিনীত তখন পায়ের তলার মাটি শক্ত করতে লড়াই করছে‌। কিন্তু ওই অভিনেত্রীর সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব তৈরি হয়ে যায় বিনীতের। অভিনেত্রীর দাবি, এই সময় একটি হোটেলের ঘরে তাঁর সঙ্গে দেখা করতে আসে বিনীত। সেখানেই মাদক জাতীয় কিছু তাঁকে খাইয়ে দেয়। তারপর ধর্ষণ করে।

এই ঘটনার পর অভিনেত্রীর দাবি তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন। তিনি বিনীতকে বিয়ের প্রস্তাব দেন। বিনীত নাকি বিয়েতে রাজি হচ্ছিল না। এরপর বিনীতের জন্মদিন উপলক্ষে ওই অভিনেত্রী সোজা হাজির হন বিনীতের যমুনানগরের বাড়িতে। সেখানে অবশেষে বিনীত তাঁকে ১৫ দিনের মধ্যে বিয়ে করতে রাজি হয়। কিন্তু তারপর বিনীতের বাড়ির লোকজন ওই অভিনেত্রীর দাবি না মেনে বিনীতের পাশে দাঁড়ায়। বিয়েতে অস্বীকার করে। এরপর কোনও রাস্তা না পেয়েই তিনি পুলিশের দ্বারস্থ হন বলে দাবি করেছেন ওই অভিনেত্রী। পুলিশ তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk