প্রতীকী ছবি
একে সিনেমার পোকা। তারওপর তাঁর ফেভারিট নায়কের সিনেমা মুক্তি পেলে তো কথাই নেই। সেই সিনেমা মুক্তি পাওয়ার পর প্রথম দিনের প্রথম শো-ই তিনি দেখবেন। যেভাবেই হোক টিকিট জোগাড় করেন তিনি। তারপর পৌঁছে যান হলে। এখনও পর্যন্ত তাঁর ফেভারিট হিরোর একটা সিনেমাও এমন হয়নি যেটা তিনি প্রথম দিন প্রথম শো-এ দেখেননি। কিন্তু এবার সমস্যা হচ্ছিল ওদিনই পড়ে যায় তাঁর বিয়ের দিন।
বিয়ের দিন যখন ঠিক হয়েছিল ২টি পরিবারের মধ্যে তখনও জানা ছিল না ২১ নভেম্বরই মুক্তি পাবে দক্ষিণের সুপারস্টার মামুট্টি-র সিনেমা। মামুট্টির জন্য পাগল মেমন সুরেশ। মামুট্টির এমন একটাও সিনেমা নেই যা তিনি প্রথম দিনের প্রথম শোতে দেখেননি। কিন্তু ২১ নভেম্বর বিয়ে হলে তো মামুট্টির মুক্তি পেতে চলা সিনেমা ‘মামানগাম’ দেখা হবেনা। এটা কিছুতেই মেনে নিতে পারেননি মামুট্টির ডাই হার্ট ফ্যান সুরেশ। তাহলে উপায়? উপায় একটাই। বিয়ের দিনটা বদলে ফেলতে হবে! কিন্তু সব ব্যবস্থা হয়ে গেছে! ওই দিনই সব বুক করা! কিন্তু সুরেশ নাছোড়। তিনি ওদিন কিছুতেই বিয়ে করবেননা।
অগত্যা ২ বাড়ি ফের আলোচনায় বসে। এদিকে সুরেশের আরও আবদার এমনভাবে বিয়ের দিন ঠিক করতে হবে যাতে তিনি এবার মামুট্টি-র সিনেমার প্রথম দিনের প্রথম শো স্ত্রীকে সঙ্গে করে যেতে পারেন। সবদিক বিবেচনা করে ২ পরিবার স্থির করে ২১ নভেম্বর নয়, এগিয়ে আনা হবে দিন। অবশেষে গত ৩০ অক্টোবর সুরেশের বিয়ে দিয়েছেন তাঁরা। সুরেশ এখন অপেক্ষা করছেন ২১ নভেম্বরের। তবে এবার আর ১টা টিকিট জোগাড় করলে হবে না। ২টো টিকিট চাই! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…