Entertainment

আলিয়া ভাট খ্যাত প্রাডা পাক হিটের নকল, দাবি পাক সংবাদমাধ্যমের

Published by
News Desk

ইউটিউবে হৈচৈ ফেলে দেওয়া আলিয়া ভাট অভিনীত ‘প্রাডা’ গানটিকে এবার প্রশ্নের মুখে দাঁড়াল করাল পাক সংবাদমাধ্যম। তাদের দাবি, গানটি আসলে তাদের দেশের একটি হিট গানের নকল। নব্বইয়ের দশকে পাকিস্তানের ব্যান্ড ‘ভাইটাল সাইনস’ গানটি তৈরি করে। তারপর তার ভিডিও করা হয়। গানটি পাকিস্তানে সাড়া জাগানো গানে পরিণত হয়। সেটিই নাকি নকল হয়েছে প্রাডা গানে।

প্রাডা গানটি তৈরি করেছে ভারতের একটি ব্যান্ড দূরবীন। ২ সদস্যের ব্যান্ড দূরবীনের তৈরি প্রাডা গানটি ইউটিউবে ঢেউ তুলে দিয়েছে। হুহু করে ভিউয়ার বাড়ছে গানটির। কিন্তু সেই হিট গান প্রাডা-র জনক দূরবীন ব্যান্ডটি নকল করার অভিযোগের মুখে পড়েছে। পাক মিডিয়ার দাবি, পাকিস্তানের ব্যান্ড ‘ভাইটাল সাইনস’-এর ‘গোরে রঙ্গ কা জামানা’-র নকল করেছে দূরবীন।

গানটি পাকিস্তানের পুরনো হিট বলে পাক মিডিয়া দাবি করার পর ইউটিউবে অনেকেই গানটি মিলিয়ে দেখা শুরু করেছেন। ফলে ‘গোরে রঙ্গ কা জামানা’ গানটিও ইউটিউবে দেখে ফেলছেন অনেকে। সোশ্যাল সাইটে অবশ্য বেশ কয়েকজন দাবি করেছেন ‘প্রাডা’ ‘গোরে রঙ্গ কা জামানা’-র নকল। যদিও দূরবীন এ নিয়ে মুখ খোলেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk