Entertainment

পৃথিবী বিখ্যাত সিনেমার বাড়ির আদলে তৈরি হল বিশাল বাড়ি, চাইলে কেউ খেতেও পারেন

পৃথিবী কাঁপানো সিনেমা। তাতে যে বাড়িটিকে কেন্দ্র করে ঘটনাপ্রবাহ সেই বাড়ি তৈরি হল। যা বিশালকায়। এটা দেখতে সুন্দর। আর চাইলে খাওয়াও যাবে।

৩৫ বছর আগে গোটা পৃথিবীকে হাসিয়ে ছেড়েছিল একটি সিনেমা। হোম অ্যালোন নামে সেই সিনেমা আবর্তিত হয় একটি বাড়িতে এক কিশোরের একা থাকা এবং চোরদের নানাভাবে শায়েস্তা করাকে কেন্দ্র করে।

হাসিতে লুটিয়ে পড়ার মত সেই সিনেমা বিশ্বজুড়েই হইচই ফেলে দিয়েছিল। হোম অ্যালোন সিনেমায় যে বাড়িটি দেখানো হয়, সেটির নকল করে এবার ডিজনি প্লাস এবং হুলু একত্রে তৈরি করল বাড়ি। যা তৈরি করা হয়েছে জিঞ্জার ব্রেড দিয়ে।

এখানে বলে রাখা ভাল যে জিঞ্জার ব্রেড শব্দে ব্রেড শুনে মনে হতেই পারে এটি একটি পাউরুটি। কিন্তু এটি ঠিক পাউরুটি নয়। বরং মশলাযুক্ত একধরনের কেক জাতীয় খাবার। যাতে মধু ও বিভিন্ন মশলা ব্যবহার হয়ে থাকে।

তবে এই বাড়িটি তৈরি করতে ব্যবহার হয়েছে ৩ হাজার ৩৩০ কেজির মত ময়দা, ৬ হাজার ৬০০ ডিম, সাড়ে ৪ কেজি কেক তৈরির নানা উপাদান এবং ৭৫ লিটার ভোজ্য আঠা। যা ৩৪ ফুট দীর্ঘ, চওড়ায় ৫৮ ফুট এবং উচ্চতায় ২২ ফুট।

বাড়িটি খাওয়াও যেতে পারে। কারণ তা জিঞ্জার ব্রেড দিয়ে তৈরি। নানা রং ব্যবহার করা হয়েছে তাকে নিখুঁত রূপ দিতে। সেই সঙ্গে আলোর ব্যবহারও অপূর্ব। যা এই সৃষ্টিকে অসামান্য করে তুলেছে।

জিঞ্জার ব্রেড দিয়ে এই বাড়িটি তৈরি করতে ৮ দিন সময় লেগেছে। এটিই বিশ্বের সবচেয়ে বড় জিঞ্জার ব্রেডের বাড়ি। ফলে হোম অ্যালোনের ৩৫ বছর পূর্তি পালন করতে এই অসামান্য ভাবনার পাশাপাশি ডিজনি প্লাসের এই কাজ বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে। বাড়িটি তৈরি হয়েছে হলিউডে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *