Entertainment

তাঁর সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক ছিল, স্ত্রী জানতেন সেকথা, অকপট বিখ্যাত অভিনেতা

তাঁর সঙ্গে ১৮ বছর ধরে এক মহিলার সম্পর্ক ছিল। এমন নয় যে সেকথা তাঁর স্ত্রী জানতেন না। স্ত্রী সেকথা জানতেন। অকপটে জানালেন বিখ্যাত অভিনেতা।

অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অন্য কারও সম্পর্ক। এমন কথা নানা সময়েই সামনে এসেছে। সত্য হোক বা রটনা, এমন কথা মুচমুচে খবর হয়ে ছড়াতে সময় নেয় না।

কিন্তু যদি কোনও অভিনেতা নিজেই স্বীকার করেন তাঁর সঙ্গে এক মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে ১৮ বছর কাটিয়েছেন। এমন নয় যে সেকথা তাঁর স্ত্রীর অজানা ছিল। তাঁর স্ত্রীও সেকথা জানতেন।

১৮ বছর অন্য মহিলার সঙ্গে সম্পর্কে থাকা, এটাই হয়তো তাঁর জীবনের একমাত্র দাগ। এছাড়া আর কোনও দাগ তাঁর জীবনে নেই। এমনই জানালেন মালয়ালম অভিনেতা জনার্ধনন। এখন তাঁর বয়স ৭৯ বছর। এই ঘটনা অনেক বছর আগের। একটি মালয়ালম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানান জনার্ধনন।

তিনি এও জানান যে তিনি তাঁর এক আত্মীয়াকে বিয়ে করেন। নাম বিজয়লক্ষ্মী। তাঁদের কম বয়স থেকেই প্রেমের সম্পর্ক ছিল। কেরালার একটি গ্রামে তাঁদের বেড়ে ওঠা। আত্মীয়ার সঙ্গে সম্পর্ক, তাঁকে বিয়ে করতে চাওয়া নিয়ে অনেক লড়াই সে সময় তাঁদের করতে হয়েছে বলেও জানান জনার্ধনন।

তাঁদের ২ কন্যাও রয়েছেন। জীবনের একটা সময় তাঁর স্ত্রী দৈহিক সম্পর্কে উৎসাহ হারান। সেই সময়ই তাঁর জীবনে সেই দ্বিতীয় মহিলার আগমন হয়।

তাঁর সঙ্গে তারপর প্রায় ১৮ বছর সম্পর্ক স্থায়ী হয়। অবশেষে সেই মহিলাই সরে দাঁড়ান। মালয়ালম সিনেমায় একাধারে কৌতুক অভিনেতা এবং খলনায়ক হিসাবে পরিচিত মুখ জনার্ধনন। তাঁর এই অকপট স্বীকারোক্তি রীতিমত হইচই ফেলে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *