Entertainment

১ টাকার ঝগড়া থেকে চিরতরে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল এসডি বর্মণের সঙ্গে, কি হয়েছিল সেদিন

সঙ্গীতের জগতে এখনও সকলে শচীন দেববর্মনকে মাথায় করে রাখেন। সাধারণ মানুষ তাঁকে এসডি বর্মন বা শচীন কর্তা নামেই চেনেন। তাঁর সঙ্গেই হয়েছিল ১ টাকার ঝগড়া।

হিন্দি চলচ্চিত্রের গানকে এসডি বর্মন আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনের সঙ্গে অনেক কাহিনি জুড়ে রয়েছে। যারমধ্যে অনেকগুলিই ভীষণ মজার এবং মনে রাখার মত।

চলচ্চিত্র জগতে বিখ্যাত সুরকার এসডি বর্মন এবং বিখ্যাত গীতিকার সাহির লুধিয়ানবিকে নিয়ে একটি মজার গল্প প্রচলিত রয়েছে। একজন গান লেখেন, অন্যজন সুর দেন। ২ জনের মধ্যে প্রায়ই ছোটখাটো ঝামেলা লেগে থাকত। একবার একটা আপাত তুচ্ছ বিষয়ে এমন অশান্তি হয়েছিল যা আজও বলিউডে চর্চিত হয়।

‘পিয়াসা’ ছবির কারণে এসডি বর্মন আর সাহির লুধিয়ানবির মধ্যে একটা ঝগড়ার ঘটনা ঘটে। এই চলচ্চিত্রটির গান নিয়ে ২ জনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। কারণ পিয়াসার গান সে সময় জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়ে ফেলে।

গানগুলির জনপ্রিয়তার পিছনে কার কৃতিত্ব বেশি সেই নিয়ে উভয়ের ঝগড়া চরমে ওঠে। সাহির সাহেব দাবি করেন তাঁর কলমের জোরেই গানগুলি শ্রোতাদের কাছে এত ভালবাসা পেয়েছে। তাই তাঁকে এসডি বর্মনের চেয়ে ১ টাকা হলেও বেশি পারিশ্রমিক দেওয়া উচিত।

এসডি বর্মন সেই দাবি অস্বীকার করেন। বরং তাঁর দাবি ছিল তাঁর সুরের যাদুতেই গানগুলি সুপারহিট। এই ঝগড়া থামেনি। এই কারণে ভবিষ্যতে আর কোনওদিন ২ জনে একসঙ্গে কাজও করেননি।

বলিউডের ২ কিংবদন্তি ব্যক্তিত্বের মধ্যে সামান্য কারণে এই ঝগড়া এখনও সবাই মনে রেখেছেন। আজও সকলে মজার ছলে এই ঘটনা নিয়ে চর্চা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *