Entertainment

বিয়ের আগে তাঁর বাবা মায়ের শরীরের বিশেষ দিকের খোঁজ নেন টুইঙ্কল, ফাঁস করলেন অক্ষয় কুমার

বিয়ের আগে কোষ্ঠী বিচার নয়, বরং তাঁর এবং তাঁর বাবা মা, কাকা কাকিমার শারীরিক কয়েকটি বিষয়ের খোঁজ নিয়েছিলেন টুইঙ্কল খান্না। ফাঁস করলেন অক্ষয় কুমার।

প্রথমত টুইঙ্কল খান্না অক্ষয় কুমারের সঙ্গে কোনও সিনেমাই নাকি করতে রাজি ছিলেননা। অক্ষয়ের তখন পরপর ফ্লপ। তাঁর সঙ্গে জুটি বাঁধতে টুইঙ্কল খান্না একেবারেই রাজি হচ্ছিলেন না। টুইঙ্কল জানান, তাঁকে অক্ষয়ের সঙ্গে সিনেমা করতে রাজি করান তাঁর বাবা রাজেশ খান্না।

তারপরই ইন্টারন্যাশনাল খিলাড়ি নামে একটি সিনেমায় প্রথম অক্ষয়ের সঙ্গে অভিনয়। সেটা ছিল ১৯৯৯ সাল। তার পরের বছর আমির খানের সঙ্গে টুইঙ্কল করেন মেলা। যা গোটা ভারতে তাঁকে আলাদা পরিচিতি তৈরি করে দেয়।

কিন্তু অভিনয় এক জিনিস আর বিয়ে একেবারেই আলাদা বিষয়। অক্ষয় কুমারকে তিনি বিয়ে করতে রাজি হবেন কিনা তা জানতে তাঁদের কোষ্ঠী বিচারে একেবারেই গুরুত্ব দেননি টুইঙ্কল। অক্ষয় কুমার একটি অনুষ্ঠানে এতদিন পর ফাঁস করে দিলেন টুইঙ্কল সে সময় কি মিলিয়ে বিয়ে করেছিলেন।

২০০১ সালে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আর কোনও সিনেমায় টুইঙ্কল অভিনয় করেননি। কিন্তু বিয়ের আগে অক্ষয় কুমারকে তিনি বিয়ে করবেন কিনা তা নির্ভর করছিল শুধু অক্ষয় কুমার নন, তাঁর বাবা মা, কাকা কাকিমার ওপর।

কারণ টুইঙ্কল বিয়ের আগে এঁদের সকলের জিন পরীক্ষা করেন। তাঁদের জেনেটিক দিক খতিয়ে দেখেন। তাঁদের ডিএনএ পরীক্ষা করেন। এসব পরীক্ষার পর সেই রিপোর্ট দেখার পর টুইঙ্কল অবশেষে বিয়েতে রাজি হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *