Entertainment

জয়া বচ্চনের কাছে একবার লাঠিপেটা খেয়েছিলেন এই তারকা অভিনেতা

কথায় কথায় মেজাজ হারান জয়া বচ্চন। প্রায়ই তিনি ছবি শিকারিদের বকুনি দেন। জয়া বচ্চন সম্বন্ধে একথা এখন বেশ বহুল প্রচলিত। সেই জয়া বচ্চনের হাতে একবার লাঠিপেটা খান বিখ্যাত অভিনেতা।

ভোজপুরি সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব। যিনি নিরাহুয়া নামে অনেক বেশি পরিচিত। তিনি একবার অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পান। তাঁদের সাথে অভিনয়ের কথা শুনে নিরাহুয়া প্রথমে বিশ্বাসই করতে পারেননি। সেকথা তিনি একটি পডকাস্টে জানিয়েছেন।

নিরাহুয়ার কাছে হিন্দি চলচ্চিত্র জগতের এই বিখ্যাত দম্পতি ঈশ্বরের সমান। তাঁদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে নিরাহুয়া যেন হাতে চাঁদ পেয়েছিলেন। ২০১২ সালে গঙ্গাদেবী নামে একটি ভোজপুরি চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে অভিনয় করেন।

নিরাহুয়া জানান, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সঙ্গে অভিনয় করতে গিয়ে তিনি খুব ভয়ে ভয়ে থাকতেন। অমিতাভ বচ্চন সেটা খুব ভাল বুঝতে পারতেন। তাই শ্যুটিং-এর সময় তিনি নানারকম রসিকতা করে পরিবেশটা হালকা রাখার চেষ্টা করতেন।

অমিতাভের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক হলেও নিরাহুয়া জয়া বচ্চনকে কিছুটা ভয় পেতেন। কারণ জয়ার মাথা খুবই গরম। অভিনয় করতে গিয়ে বা কোথাও নিমন্ত্রণ রক্ষা করার সময়েও তিনি অনেকসময়ই মেজাজ হারিয়ে ফেলেন।

গঙ্গাদেবী চলচ্চিত্রে জয়া তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। কথা ছিল সেখানে একটি দৃশ্যে নিরাহুয়া তাঁর স্ত্রীকে চড় মারবেন। যা দেখে মা হিসাবে জয়া বচ্চন ছেলে নিরাহুয়াকে বকবেন এবং লাঠি দিয়ে আঘাত করবেন।

লাঠি দিয়ে আঘাত করার সেই দৃশ্যে জয়া অভিনয় করার বদলে সত্যিই নিরাহুয়ার পিঠে সজোরে ঘা বসিয়ে দেন। জোরে ব্যথা লাগায় নিরাহুয়া বিষয়টি জয়া বচ্চনকে জানান।

কিন্তু জয়া তাতে দমে না গিয়ে বলেন, অভিনয় হলেও তাঁর পুত্রবধূকে চড় মারার জন্যেই নিরাহুয়াকে আহত হতে হল। তবে আজও বচ্চন দম্পতির সাথে অভিনয়ের সেই সুখস্মৃতি উপভোগ করেন নিরাহুয়া।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *