শোলে সিনেমার দৃশ্যে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র, ছবি - আইএএনএস
ভারতীয় চলচ্চিত্রে একটা ইতিহাস তৈরি করা সিনেমা শোলে। সেই শোলে প্রেক্ষাগৃহে প্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৫ সালে। তারপর শোলে সিনেমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আজও শোলে নব্য প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়।
শোলে ৫০ বছর পূর্ণ করেছে। এ এমন এক সিনেমা যা ভারতের তো বটেই পৃথিবীরও নানা প্রান্তের মানুষের চেনা। এত বছর ধরে মানুষ শোলে সিনেমার যে ক্লাইম্যাক্স বা শেষের অংশ দেখে এসেছেন সেটা কিন্তু শোলে সিনেমার আসল ক্লাইম্যাক্সই নয়।
শোলে সিনেমার পরিচালক শোলের শ্যুটিংয়ে যে ক্লাইম্যাক্সটি ক্যামেরাবন্দি করেন সেটা ছিল একটু আলাদা। কিন্তু পরে ডিস্ট্রিবিউটররা চাপ দেওয়ায় শোলের শেষে ঠাকুরের কাছে বেদম প্রহার খাওয়ার পর ডাকাত গব্বর সিংকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমনটা দেখানো হয়েছিল।
শোলে সিনেমার যেটা সকলের অদেখা সেটা হল তার আসল ক্লাইম্যাক্স। সেখানে কিন্তু গব্বর সিংকে ঠাকুর পুলিশের হাতে তুলে দেয়নি। সেখানে সে গব্বর সিংয়ের প্রাণ কেড়ে নিয়েছিল। যেটা শোলে দেখার সময় কখনও দেখা যায়নি।
তবে ৫০ বছর পার করা এই কালজয়ী সিনেমার আসল ক্লাইম্যাক্স এবার দেখা যাবে। সিডনিতে ভারতীয় চলচ্চিত্র উৎসবে শোলে দেখানো হবে। আর সেখানেই শোলের আসল ক্লাইম্যাক্স দেখতে পাবেন দর্শকরা। তাও প্রথমবার। যেখানে ঠাকুরের হাতে গব্বর বধ দেখবেন দর্শকরা।
শোলের সেই আসল ক্লাইম্যাক্সের প্রিন্ট পুনরুদ্ধারের পর সিডনিতেই সেটি প্রথমবার দেখতে পাওয়া যেতে চলেছে। এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ অক্টোবর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…