Entertainment

ছেলেকে নিয়ে নতুন করে সমস্যায় শাহরুখ খান, আইনি জটিলতায় আরিয়ান

শাহরুখ খানের জন্য নতুন করে আইনি সমস্যা তৈরি হল। যা তাঁর ছেলে আরিয়ান খানকে ঘিরে তৈরি হয়েছে। জড়িয়ে গেল নেটফ্লিক্সের নামও।

জীবনের একটা খুব আনন্দঘন মুহুর্ত সবে উপভোগ করছেন শাহরুখ খান। অভিনয় জীবনে এই প্রথমবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ঠিক তার পরই নতুন করে চিন্তায় এই বলিউড মহাতারকা।

২০২১ সালের অক্টোবরে একটি ত্রুজ শিপের পার্টি থেকে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেন নারকোটিক্স বিভাগের আধিকারিক সমীর ওয়াংখেড়ে। এরপর নানা উৎরাই চড়াই পার করে আরিয়ান কারা মুক্ত হন ঠিকই, তবে সেই মামলা এখনও আদালতে চলছে।

এবার সেই আধিকারিক সমীর ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন। যেখানে তিনি মানহানির মামলা রুজু করেছেন। মামলা করেছেন শাহরুখ খান ও গৌরি খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, নেটফ্লিক্স এবং অন্যদের বিরুদ্ধে।

সমীরের দাবি, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালক হিসাবে ডেবিউ ওয়েব সিরিজ ‘দ্যা বিএ…ডিএস অফ বলিউড’-এ অনেকগুলি মানহানিকর দৃশ্য রয়েছে। একটি দৃশ্যে ঠিক সেই ক্রুজ পার্টির মতই একটি পার্টিতে একজন নারকোটিক্স আধিকারিক হানা দিচ্ছেন।

অভিনয় যিনি করছেন তাঁকে সমীরের মত দেখতে। যেখানে আধিকারিককে দুর্নীতিগ্রস্ত, বিভাগকে দুর্নীতিগ্রস্ত দেখানো হয়েছে বলে দাবি সমীরের। তাঁর মতে, এতে নারকোটিক্স বিভাগ সম্বন্ধে মানুষের মনে খারাপ ধারনা তৈরি হবে। তাঁকেই লক্ষ্য করে ইচ্ছে করেই ওই আধিকারিক হিসাবে দেখানো হয়েছে।

এছাড়া সত্যমেব জয়তে-র মত জাতীয় গর্বের শব্দকেও ছোট করা হয়েছে বলে দাবি সমীরের। ফলে ফের জটিলতায় আরিয়ান খান। যাঁর সঙ্গে জড়িয়ে গেলেন বাবা শাহরুখ এবং মা গৌরি খানও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *