ভারতীয় সিনেমায় ঐতিহাসিক মোড়, ইতিহাস লিখল সিংহ
ভারতীয় সিনেমার এক অন্যতম অধ্যায় রচনা হল। যা এর আগে কখনও হয়নি। ভারতীয় সিনেমায় কার্যত ইতিহাস রচনা করে ফেলল সিংহ নামে একটি সিনেমা।

ভারতীয় সিনেমা জগত সম্বন্ধে সারা বিশ্বেই চর্চা হয়। সারাবছরে প্রচুর সিনেমা তৈরি হয় ভারতে। হিন্দি তো আছেই, তার সঙ্গে আঞ্চলিক ভাষায় অনেক সিনেমা তৈরি হয় নানা প্রান্তে। শতবর্ষ পার করা ভারতীয় চলচ্চিত্র জগতে অনেক কিছুই নতুন হয়েছে। ইতিহাস তৈরি হয়েছে।
সেই ইতিহাসে এবার যুক্ত হল আরও এক অধ্যায়। ‘সিংহ’ নামে একটি সিনেমার হাত ধরে তৈরি হল ইতিহাস। দক্ষিণ ভারতীয় সিনেমার প্রভাব থাকা এই সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষা ছাড়াও হিন্দিতে দেখতে পাওয়া যাবে।
কিন্তু কোথায় ইতিহাসটা? কি এমন হল যা ইতিহাস রচনা করল? সিংহ এমন একটি সিনেমা যেখানে আসল সিংহ দিয়ে অভিনয় করানো হয়েছে। আসল সিংহ ব্যবহার করা হয়েছে সিনেমাটি জুড়ে।
ভারতীয় সিনেমায় এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের একটি সিনেমা তৈরি হল যেখানে আসল সিংহকে ব্যবহার করা হল সিনেমায়। সিনেমাটি তৈরির সময় তাই সমস্যায় পড়তে হয় অভিনেত্রী পাওয়া নিয়ে। সেকথা জানিয়েছেন সিনেমার পরিচালক।
অনেক অভিনেত্রীর সিনেমার কাহিনি পছন্দ হলেও আসল সিংহের সঙ্গে অভিনয় করার কথা জেনে তাঁরা পিছিয়ে যান। অবশেষে অভিনেত্রী শ্রিতা রাও অভিনয় করতে রাজি হন। সাহস দেখান। সেই সঙ্গে তিনি যে দারুণ অভিনয় করেছেন সেকথা জানাতে দ্বিধা করেননি পরিচালক কে সি রবি দেবন।
সিনেমাটি তৈরির সময় যেহেতু আসল সিংহকে কাজে লাগানো হয়েছে, তাই সব নিয়মকানুন মেনেই তা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক প্রযোজক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা