গাড়িকে কেন্দ্র করে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে পুলিশে এফআইআর
একটি গাড়িকে কেন্দ্র করে এবার পুলিশে এফআইআর দায়ের হল বলিউড তারকা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে। এক আইনজীবী এই এফআইআর দায়ের করেছেন।

পুলিশি জটিলতায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার একটি মডেলের গাড়িকে কেন্দ্র করে এই ২ বলিউড তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কীর্তি সিং নামে এক আইনজীবী। তিনি পুলিশের কাছে বিস্তারিত কারণও জানিয়েছেন। পুলিশ তাঁর এফআইআর দায়েরও করেছে। তদন্তও শুরু করেছে।
কী করলেন শাহরুখ এবং দীপিকা যে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হল? রাজস্থানের ভরতপুরের বাসিন্দা আইনজীবী কীর্তি সিং পুলিশকে জানিয়েছেন, ২০২২ সালে তিনি একটি গাড়ি কিনেছিলেন। ২৩ লক্ষ ৯৭ হাজার টাকা দামের ওই গাড়িটি কেনার সময় তিনি ১০ লক্ষ টাকা লোনও করেন।
গাড়িটি কেনার মাত্র মাস কতক পর থেকেই শুরু হয় সমস্যা। গাড়িটির গতি বাড়াতে গেলেও বাড়ছিল না, আবার গতি যদি একটু বাড়ছিল তো তখনও সমস্যা। গাড়িটি কাঁপতে শুরু করছিল।
একটা অদ্ভুত আওয়াজও করছিল গাড়িটি। গাড়িতে যে প্রযুক্তিগত সমস্যা হচ্ছে তা গাড়ির ওডোমিটার জানানও দিচ্ছিল। এমন অবস্থা হয় যে গাড়িটি কয়েকবার রাস্তায় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়।
কীর্তি ওই গাড়ির ডিলারের সঙ্গে কথা বললে তিনি স্পষ্ট জানিয়ে দেন তাঁর কিছু করার নেই। গাড়ির প্রযুক্তিগত সমস্যা রয়েছে। যা সারানো অসম্ভব।
ওই আইনজীবী পুলিশকে জানান, গাড়িটির বিজ্ঞাপন করেছিলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তাই তিনি তাঁর এই সমস্যার জন্য ওই ২ বলিউড তারকাকেও সমান দায়ী বলে মনে করেন। তাই তিনি তাঁদের বিরুদ্ধে এফআইআর করছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা