জয়া বচ্চনকে ঝগড়াটে মোরগ বললেন কঙ্গনা রানাওয়াত, কেন এমন তীব্র ভাষা প্রয়োগ
অভিনেত্রী তথা সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চনকে ঝগড়াটে মোরগ বলে আক্রমণ করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। কেন এত রেগে গেলেন কঙ্গনা।

জয়া বচ্চনকে এর আগেও কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। এবার ফের তীব্র ভাষায় আক্রমণ হানলেন তিনি। প্রবীণ অভিনেত্রী তথা সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চনকে কঙ্গনা একের পর এক কড়া ভাষায় সমাজ মাধ্যমে আক্রমণ করেছেন।
জয়া বচ্চনকে অতিরিক্ত সুবিধা পাওয়া বদমেজাজি মানুষ হিসাবেই ব্যাখ্যা করেছেন কঙ্গনা রানাওয়াত। এমনকি কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির টুপি নিয়েও।
জয়া বচ্চনের মাথায় থাকা সমাজবাদী পার্টির টুপি তাঁর মাথায় অনেকটা মোরগের ঝুঁটির মত দেখাচ্ছে বলে কটাক্ষ করে জয়াকে ঝগড়াটে মোরগ বলে আক্রমণ হেনেছেন বিজেপি সাংসদ। এমনকি প্রশ্ন তুলেছেন শুধু অমিতাভ বচ্চনের স্ত্রী বলেই কি তাঁর এই বদমেজাজি আচরণ মেনে নিতে হবে।
কিন্তু কেন এমন তীব্র ভাষায় আক্রমণ? এর সূত্রপাত দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। সেখানে ঢোকার সময় এক ভক্ত তাঁর কাছে চলে আসেন। জয়া বচ্চনের প্রায় পাশে এসে তিনি সেলফি তোলার চেষ্টা করেন। আর তাতেই মেজাজ হারান জয়া বচ্চন।
তিনি সজোরে ধাক্কা দেন ওই ব্যক্তিকে। ওই ধাক্কায় ওই ব্যক্তি কিছুটা টালও হারান। তারপর দ্রুত দূরে সরে যান। ধাক্কা দেওয়ার সময় ক্রুদ্ধ জয়া বচ্চনকে এটা কি করছেন বলে চেঁচিয়ে উঠতেও দেখা যায়। সেই ভিডিও হুহু করে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও কঙ্গনা রানাওয়াতও শেয়ার করে জয়া বচ্চনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা