Entertainment

আসছে পঞ্চায়েত ৪, প্রধানজি না ভূষণজি কে জিতবে, সচিবজির সঙ্গে রিঙ্কির বিয়ে কি হবে

পঞ্চায়েত নামে একটি ওয়েব সিরিজ প্রথম প্রকাশেই দর্শকদের মন কেড়ে নেয়। এবার আসছে সেই পঞ্চায়েত সিরিজের চতুর্থ পর্যায়। যেখানে প্রধানজি ও ভূষণজির জোর টক্কর।

Published by
News Desk

ফুলেরা গ্রাম, সচিবজি, প্রধানজি, বিকাশ, প্রহ্লাদ এবং ফুলেরা গ্রামের এমন নানা চরিত্র নিয়েই এই কাহিনি। একটা সাদামাটা গ্রামের প্রাত্যহিক জীবনের ছোট ছোট ঘটনাকে সামনে রেখেই পঞ্চায়েত ওয়েব সিরিজ এগিয়েছে।

প্রথম প্রকাশেই ভারতের গ্রাম জীবনের চালচিত্র নিয়ে ওয়েব সিরিজটি তার নিজের একটা আলাদা ছাপ তৈরি করতে সমর্থ হয়। সচিবজি হয়ে গ্রামে আসা অভিষেক ত্রিপাঠী নামে এক যুবকের চোখ দিয়েই এই কাহিনি বিন্যাস।

তার সঙ্গে প্রধানজির মেয়ের একটা না বলা প্রেমের সম্পর্ক। প্রধানজি ও ভূষণজির মধ্যে একটা ঠান্ডা লড়াইকে সামনে রেখে এগিয়ে চলা এই কাহিনি তার তৃতীয় অধ্যায়ে এমন এক জায়গায় থামে যেখানে চতুর্থ ভাগে ফুলেরা গ্রামে নির্বাচন হবে হবে করছে। এবার আসছে সেই চতুর্থ পর্যায়।

ফাইল : পঞ্চায়েত ওয়েব সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর সঙ্গে জিতেন্দ্র কুমার ও নীনা গুপ্তা, ছবি – আইএএনএস

পঞ্চায়েত ৪-এর টিজার ইতিমধ্যেই দেখে ফেলেছেন অনেকে। পঞ্চায়েত ৪ দেখা যাবে প্রাইম ভিডিও নামে ওটিটি-তে। আগামী ২ জুলাই থেকে পঞ্চায়েত ৪ দেখতে পারবেন মানুষজন। যেখানে প্রথমেই যে ফুলেরা গ্রামের নির্বাচনের উত্তাপের আঁচ অনুভব করবেন তাঁরা, তা টিজার থেকেই পরিস্কার।

দর্শকদের মনে আরও একটি প্রশ্ন ঘুরপাক খায়। সচিবজি অভিষেকের সঙ্গে প্রধানজি ব্রিজভূষণ দুবে-র মেয়ে রিঙ্কির অব্যক্ত প্রেম কি বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াবে? পঞ্চায়েত ৪-এ সে প্রশ্নের উত্তরও চাইছেন দর্শকরা।

এই সিরিজে নজর কেড়েছে নীনা গুপ্তার অভিনয়ও। তিনিই গ্রামে নির্বাচনে জেতা আসল প্রধান। যাঁর সঙ্গে এবার নির্বাচনে টক্কর বিরোধী ভূষণজির স্ত্রীর। জমাটি এই সিরিজ দেখার জন্য অপেক্ষা ২ জুলাই পর্যন্ত।

Share
Published by
News Desk