Entertainment

সে রাতে কি হয়েছিল, সইফকে হাসপাতালে পৌঁছনো অটোচালক জানালেন সেই অভিজ্ঞতার কথা

বলিউড তারকা সইফ আলি খানকে রক্তাক্ত অবস্থায় দ্রুত অটো চালিয়ে হাসপাতালে পৌঁছে দেন যে অটোচালক, তিনি জানিয়েছেন সেদিন রাতের অভিজ্ঞতার কথা।

Published by
News Desk

মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই মধ্যরাতে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সইফ আলি খান। তাঁর দেহে ৬ বার ধারাল অস্ত্রের কোপ পড়ে। যারমধ্যে ২টি বেশ গভীর। রাতেই তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে।

এদিকে ওই রাতে গাড়ি বার করতে না পেরে দ্রুত সইফকে হাসপাতালে নিয়ে যেতে অটো ধরেন তাঁর বাড়ির লোকজন বলে ইতিমধ্যেই জানতে পারা গেছে। যে অটোচালক সেদিন রাতে সইফকে নিয়ে হাসপাতালে পৌঁছে দেন তিনি তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন সংবাদ সংস্থা আইএএনএস-এর সঙ্গে।

অটোচালক ভজন সিং রাণা জানিয়েছেন, সেদিন রাতে তিনি সওয়ারির খোঁজে বান্দ্রার সদগুরু অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় ওই আবাসন থেকে বেরিয়ে কয়েকজন তাঁকে দাঁড় করান। জানান হাসপাতালে যেতে হবে।

একজন সাদা পোশাকে অটোয় চড়েন। তাঁর সারা দেহ রক্তে ভেসে যাচ্ছিল। তাঁর সঙ্গে আরও ২ জন ওঠেন অটোয়। তারমধ্যে একটি নাবালক ছিল। ৩ জনকে নিয়ে তিনি হাসপাতালের দিকে রওনা হন।

অটোচালক জানান, তাঁর মনে হয়েছিল বাড়িতেই হয়তো কোনও হাতাহাতির ঘটনা ঘটেছে। পারিবারিক অশান্তি বলেই প্রথমে মনে হয়েছিল তাঁর। তিনি আরোহীদের কাছে কেবল জানতে চান, কোন হাসপাতালে যাবেন। কাছেই রয়েছে লীলাবতী হাসপাতালে এবং হোলি ফ্যামিলি হাসপাতাল। তাঁকে লীলাবতীতে নিয়ে যেতে বলা হয়। সেইমত তিনি রওনা দেন।

রাণা জানান, তিনি ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই লীলাবতী হাসপাতালে পৌঁছে যান। তখনও তিনি জানতেন না অভিনেতা সইফ আলি খান রক্তাক্ত এবং তিনিই সাদা পোশাকে তাঁর অটোতে চেপে হাসপাতালে এলেন।

হাসপাতালে নামার সময় রক্তাক্ত অবস্থাতেও যথেষ্ট শক্ত ছিলেন সইফ বলে জানান রাণা। সইফ নিজেই এগিয়ে যাচ্ছিলেন। তবে অটোয় সেদিন রাতে করিনা কাপুর খান যে ছিলেননা তা স্পষ্ট করে দিয়েছেন ওই অটোচালক। প্রসঙ্গত সইফের সেদিনই অস্ত্রোপচার হয়। এখন তিনি বিপদমুক্ত এবং অনেকটা ভাল আছেন বলেই খবর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk