Entertainment

সইফ আলি খানের ছেলের ব্যাগে এসব কি, সন্দেহ প্রকাশ নেটিজেনদের

সইফ আলি খানের ছেলে, সারা আলি খানের ভাই, তাঁর ব্যাগ থেকে চারিদিকে যা ছড়িয়ে পড়ল তা দেখে হতবাক সকলে। ব্যাগে এসব কেন, সন্দিগ্ধ প্রশ্ন সকলের।

Published by
News Desk

ইব্রাহিম আলি খান তাঁর নিজের আলাদা পরিচিতি এখনও তৈরি করতে পারেননি। এই তরুণের এখনও পরিচয় তিনি সইফ আলি খানের ছেলে, সারা আলি খানের ভাই। তিনি গিয়েছিলেন জিমে। সেখানে গাড়ি থেকে নামার তাড়া ছিল তাঁর।

তাড়াহুড়ো করে ব্যাগটা টেনে নামাতে গিয়ে তা যায় ছিঁড়ে। আর ব্যাগে থাকা জিনিসপত্র ছড়িয়ে পড়ে চারধারে। ইব্রাহিম সেগুলো কুড়োতে শুরু করলেও তার আগেই তা চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়ে যায়।

যা সামনে আসতে রীতিমত সন্দেহ প্রকাশ করছেন অনেকে। জিমে যাওয়া এক তরুণের ব্যাগে যে এসব থাকতে পারে তা দেখে কার্যত বিশ্বাস করতে পারছেন না কেউ। ব্যাগ থেকে কি পড়ে গিয়েছিল?

সেই তালিকায় রয়েছে ডাক্ট টেপ, ব্যাঙ্ক ডাকাতদের মুখোশ, দস্তানা, কাঁচি, দড়ি এবং চাবি। এসব নিয়ে জিমে! চিত্রগ্রাহকরা ইব্রাহিমকে প্রশ্ন করেন কেন এসব রয়েছে তাঁর ব্যাগে। যদিও ছড়িয়ে পড়া জিনিসপত্র গুছিয়ে ফের ব্যাগে ভরে তখন পালাতে পারলে বাঁচেন ইব্রাহিম।

যাওয়ার আগে চিত্রগ্রাহকদের পাও ছুঁয়ে যান তিনি। যদিও বিষয়টি সামনে আসার পর থেকেই নেটিজেনরা নানা প্রশ্ন করতে শুরু করেছেন। কারও জিজ্ঞাসা এত তাড়াহুড়ো কেন? কারও প্রশ্ন এ তো মেকানিকদের কাছে থাকে।

কেউ আবার প্রশ্ন করেছেন জিমে গেছে না কিডন্যাপ করতে? এমন নানা বাঁকা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইব্রাহিমকে। ব্যাগটা টেনে বার করতে গিয়ে তা ছিঁড়ে গিয়ে যা ব্যাগ থেকে ছড়িয়ে পড়েছিল তা নিয়ে মানুষের সন্দেহ যাচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk