Categories: Entertainment

কে সেরা বচ্চন, অমিতাভ ও অভিষেকের মধ্যে জোর লড়াই, গা বাঁচালেন সুজিত

সেরা বচ্চন কে, অমিতাভ বচ্চন নাকি অভিষেক বচ্চন। এই নিয়ে বাবা ও ছেলের লড়াই বাঁধল। আর সেই লড়াইয়ের মাঝে পড়ে বুদ্ধি করে গা বাঁচালেন সুজিত সরকার।

Published by
News Desk

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে সেরা বচ্চন কে? এই নিয়ে যত লড়াই। যদিও সকলেই জানেন এটা অসম লড়াই। তুলনার কোনও অবকাশ নেই। তবু বাবা ছেলে তো একে অপরকে ছাড়বার পাত্র নন।

অভিষেক তো বলেই দিলেন, হয়ে যাক লড়াই, কে সেরা বচ্চন। টিভি শোয়ের খেলা লাটে উঠল। পাল্টা অভিষেক আর অমিতাভ বচ্চনের সেরা বচ্চনের লড়াইয়ের মাঝে পড়লেন পরিচালক সুজিত সরকার।

অভিষেক প্রথমেই সুজিতকে প্রশ্ন করেন, সেটে পৌঁছনোর ব্যাপারে কে বেশি সময় সচেতন। প্রশ্ন শুনে সুজিত এমন এক উত্তর দেন যা শুনে অমিতাভ বচ্চনও আপ্লুত হয়ে পড়েন।

সুজিত বলেন, অবশ্যই অভিষেক বচ্চন ভীষণ সময় সচেতন। তবে সেটা তিনি পেয়েছেন তাঁর বাবা অমিতাভ বচ্চনের কাছ থেকে। এই কূটনৈতিক উত্তরে অমিতাভ হেসেও ফেলেন।

এর পরের প্রশ্ন ছিল কে বেশি কুল! এর উত্তরে সমবেত দর্শকরা সকলেই বলে ওঠেন অমিতাভ বচ্চন। অভিষেক পুরো বিষয়টা সামলে বলেন, দর্শকরা যাই বলুন না কেন তিনি এর উত্তরটা দেবেন।

সে তো হবেনই। তাঁর বাবার তো গানই আছে ‘কুল কা ম্যায় স্কুল হুঁ’। সেক্ষেত্রে অমিতাভই যে কুল হবেন তা আর নতুন করে বলার কি আছে!

আসলে পুরোটাই ছিল মজার ছলে। সেরা বচ্চনের এই লড়াই দর্শকরা তারিয়ে উপভোগ করবেন। প্রসঙ্গত ওই জনপ্রিয় অনুষ্ঠানে অভিষেক ও সুজিত সরকার এসেছিলেন তাঁদের সিনেমা আই ওয়ান্ট টু টক সিনেমার প্রচারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk