Entertainment

শাহরুখ খানের ওপর রেগে নিজের প্যান্ট ছিঁড়ে ফেলেন সানি দেওল

শাহরুখ খান ও সানি দেওলের ঝগড়া চরমে পৌঁছেছিল। শাহরুখ খানের ওপর রেগে নিজের পরনের প্যান্টই ছিঁড়ে ফেলেন সানি দেওল।

Published by
News Desk

শ্যুটিং চলছিল ডর সিনেমার। যেখানে একটি দৃশ্যে সানি দেওলকে শাহরুখ খানের কাছে মার খেতে হবে। পরিচালক যশ চোপড়ার কাছে একথা শুনেই রেগে আগুন সানি। তিনি সিনেমায় একজন সেনা আধিকারিকের চরিত্রে। একজন সেনা আধিকারিক কীভাবে শাহরুখ খানের ওই চরিত্রের কাছে মার খেতে পারেন সে প্রশ্ন তোলেন সানি।

কিন্তু শাহরুখ এবং পরিচালক যশ চোপড়া ২ জনই এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে নাছোড়বান্দা। সানিও ক্যামেরার সামনে শাহরুখের হাতে মার খাবেন না। শাহরুখও এই দৃশ্য তুলতে বদ্ধপরিকর।

সানিকে অনেক বুঝিয়ে যাও বা কিছুটা নিমরাজি করানো হল তো আবার সমস্যা। সেখানে সানির যুক্তি তাহলে শাহরুখ তাঁকে পিছন থেকে আক্রমণ করবেন। সামনে থেকে নয়। কারণ একজন সেনা আধিকারিক খুব ভাল জানেন সামনে থেকে কেউ আক্রমণ করলে কীভাবে নিজেকে বাঁচাতে হবে।

যুক্তিটা গ্রহণযোগ্যই ছিল। কিন্তু সমস্যা এবার হল শাহরুখ খানকে নিয়ে। তিনি একথা শোনার পর জানিয়ে দিলেন তিনি শক্তি কাপুর, গুলশন গ্রোভার বা প্রেম চোপড়া নন যে পিছন থেকে আক্রমণ করবেন। তিনি সামনে থেকেই আক্রমণ করবেন।

শাহরুখ পিছন থেকে আক্রমণে রাজি নন শোনার পর সানি ফের তেলেবেগুনে জ্বলে ওঠেন। তিনি এতটাই রেগে যান যে সকলকে স্তম্ভিত করে একটা অভিব্যক্তিও তাঁর প্রকাশ পায়।

সানি দেওল প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রেখেছিলেন। রাগের চোটে হাতের জোরে তিনি পকেটের মধ্যে থাকা হাত দিয়েই প্যান্টটা ছিঁড়ে ফেলেন। এটা দেখার পর সেদিন আর শ্যুটিং হয়নি।

তখনই প্যাকআপ ঘোষণা হয়ে যায়। শাহরুখ ও সানির ঝগড়ার কথা বলিউডে প্রসিদ্ধ। তবে হালে গদর ২-র সাফল্যের পার্টিতে সানি ও শাহরুখের সেই বহুদিনের ঝগড়ায় দাঁড়ি পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk