শান, সোনু নিগম, আদনান সামি ও শঙ্কর মহাদেবন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @shankar.mahadevan
গায়ক আদনান সামি সকলের পরিচিত। ‘কভি তো নজর মিলাও’, ‘লিফট করাদে’, ‘ভিগি ভিগি রাতোঁ মে’, ‘নয়ন সে নয়ন’ এবং এমন একের পর এক হিট গানের গায়ক আদনানকে আরও সকলে চিনতেন তাঁর স্থূলকায় চেহারার জন্য। যা তিনি ঝরিয়ে ফেলেছেন।
নিজেই জানিয়েছিলেন তিনি অন্য কোনও কারণ নয়, খেয়ে স্থূলকায়। সেই আদনান সামি তাঁর ৫৩ তম জন্মদিন পালন করলেন। তিনি বিখ্যাত গায়ক এবং সুরকার। অসামান্য পিয়ানো বাদক। এমন এক সঙ্গীত প্রতিভার বন্ধুরা যে সঙ্গীত জগতের দিকপালরাই হবেন তাতে নতুন কিছু নেই।
তাই আদনানের জন্মদিনে হাজির ছিলেন গায়ক শান, সোনু নিগম, শঙ্কর মহাদেবনের মত মানুষজন। ছিলেন এক সময়ে বলিউডের জনপ্রিয় নায়িকা পুনম ধিলোঁ। এই জন্মদিনের অনুষ্ঠানে শান, সোনু এবং শঙ্কর মিলে গান ‘বার বার দিন ইয়ে আয়ে’। বিখ্যাত এই গানের শেষেই ছিল আসল চমক।
গানের শেষে পৌঁছে শান, শঙ্কর মহাদেবন, সোনু নিগমরা গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থ ডে টু ইউ সুনিতা’। জন্মদিন তো আদনান সামির। সুনিতা কোথা থেকে এল!
আসলে আদনানের এই সঙ্গীত জগতের বন্ধুরা তাঁর নতুন নামকরণ করেন এদিন। আদনানকে ডাকেন সুনিতা বলে। পুরোটাই ছিল মজার।
যার জন্য পুনম ধিলোঁ সোশ্যাল মিডিয়ায় জানান একটা দারুণ জন্মদিনের অনুষ্ঠান কাটালেন তিনি। প্রসঙ্গত আগেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন আদনান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা