ফাইল : অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরা, ছবি - আইএএনএস
২০১৮ সালে প্রথমবার অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাকে একসঙ্গে দেখতে পাওয়া শুরু হয়। তারপর তা বেশ নিয়মিত হয়ে পড়ে। চিত্রগ্রাহকদের ক্যামেরা সর্বদা তাঁদের দিকে তাক করা থাকত।
২ জন যে প্রেম করছেন তা সর্বত্র ছড়িয়ে পড়ে। মালাইকার ৪৫ তম জন্মদিনে অবশেষে ২ জনই তাঁদের প্রেমের সম্পর্কের কথা স্বীকারও করে নেন।
তারপর বছর গড়িয়েছে। ২ জনের প্রেমও আরও পোক্ত হয়েছে। একসঙ্গে প্রায় সর্বত্রই ২ জনকে দেখা যাচ্ছিল। ২ জনে একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও যাচ্ছিলেন। অর্জুন কাপুর আর মালাইকা অরোরা বিয়েটা কবে করছেন তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল।
সে প্রশ্নকে পিছনে ফেলে ৫ বছর ধরে টানা প্রেম করার পর অবশেষ কি এবার ছাড়াছাড়ি হয়ে গেল বলিউডের এই লাভ বার্ডসদের? সংবাদ সংস্থা আইএএনএস এক সূত্রের খবরের ভিত্তিতে অর্জুন ও মালাইকার ছাড়াছাড়ি হয়ে গেছে বলেই নিশ্চিত করছে।
তাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। প্রেম ভেঙে গেছে। তবে তা কোনও ঝগড়াঝাঁটির মধ্যে দিয়ে হয়নি। ২ জনের সম্মতিক্রমে একে অপরের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করে শান্তিপূর্ণভাবেই ২ জনে নিজেদের রাস্তা আলাদা করে নিয়েছেন বলেই খবর।
ইদানিং ২ জনকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। ডেটিংয়ে যেতেও দেখা যাচ্ছিল না। তখনই প্রশ্নটা উঠতে শুরু করেছিল যে অর্ধ দশকের প্রেমে কি ভাটা পড়েছে? এখন যা জানা যাচ্ছে ভাটা নয়, ভেঙে গেছে প্রেম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা