Entertainment

টিভির এই তরুণ এখন বিখ্যাত অভিনেতা, চেনা যাচ্ছে কি

টিভির কিছু পুরনো অনুষ্ঠানের কথা এখনও অনেকের মনে আছে। তারই একটিতে মেরুন পাঞ্জাবী পরা এই তরুণ একজন বিখ্যাত অভিনেতা। কে চেনা যাচ্ছে কি?

Published by
News Desk

যাঁরা আশি বা নব্বইয়ের দশকে টিভির নানা অনুষ্ঠান দেখতেন তাঁরা জানেন সে সময় টিভিতে একাধিক জনপ্রিয় অনুষ্ঠান হত যা কার্যত মিস করতে চাইতেন না কেউ। যেখানে অ্যাংকর বা অভিনেতা হিসাবে কাজ করা কয়েকজন মানুষ এখন বিখ্যাত।

যেমন ১৯৮৮ সালে ফৌজি নামে একটি সিরিয়াল থেকে উত্থান হয় শাহরুখ খানের। আবার সুরভি নামে একটি অনুষ্ঠানের অ্যাংকর ছিলেন রেণুকা সাহানে। তেমনই নব্বইয়ের দশকে টিভির এক জনপ্রিয় অনুষ্ঠান ছিল তোল মোল কে বোল।

সেই অনুষ্ঠানে অ্যাংকর হিসাবে প্রথম টিভির পর্দার সামনে আসেন অভিনেত্রী ও মডেল মিনি মাথুর। সেই মিনি মাথুর তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি দিয়েছেন।

তোল মোল কে বোল অনুষ্ঠান দিয়েই টিভির পর্দায় হাতেখড়ি মিনি-র। মিনি মাথুরের পোস্ট করা ছবিতে এক তরুণকেও দেখতে পাওয়া গেছে।

মেরুন পাঞ্জাবী পরা ওই তরুণ এখন বিখ্যাত অভিনেতা। কেউ কি বলতে পারবেন যে তরুণী মিনি মাথুরের পাশের ওই যুবাটি কে?

টিভি তো বটেই, সিনেমার জগতেও নিজের আলাদাই জায়গা করে নিয়েছেন আর মাধবন। যাঁকে বহু সিনেমায় দেখতে পাওয়া গেছে। যাঁকে একডাকে চেনেন সকলে।

সেই তরুণ আর মাধবনকে মিনির পাশে দেখতে পাওয়া গেছে এই ছবিতে। আর মাধবন বললেই যে মুখটা চোখের সামনে ভেসে ওঠে এই তরুণকে দেখে সেই মুখটা মনে পড়া কঠিন।

পরবর্তীকালে চেহারা ও মুখে অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে তরুণ মাধবনকে অনেকেই মিনির পাশে চিনে উঠতে পারেননি।

Share
Published by
News Desk