Entertainment

নিঃশব্দে মন্দিরে বিয়ে সারলেন অদিতি, পাত্র রঙ্গ দে বসন্তি খ্যাত অভিনেতা

কাউকে কিছু জানতে দিলেন না। ৩ বছর প্রেম করার পর একরকম নিঃশব্দেই বিয়ে করে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী অদিতি। পাত্রও চেনা মুখ। যদিও তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

Published by
News Desk

তিনি যে প্রেম করছেন তা তিনি নিজে না জানালেও কানাঘুষো চলছিল। যেহেতু ২ জনই পরিচিত মুখ তাই প্রেমের খবর চাপা ছিলনা। ২০২১ সালে একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের শুরু। তারপর তা ক্রমশ গভীর হয়।

অবশেষে বুধবার সকালে নিঃশব্দে বিয়েটাও নাকি সেরে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দরি। বিয়ে করলেন অভিনেতা সিদ্ধার্থকে।

২ জনকে পর্দায় প্রেম করতে দেখা গিয়েছে। এবার তাঁরা বাস্তব জীবনেও স্বামীস্ত্রী হলেন বলেই খবর। তেলেঙ্গানার শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে বুধবার সকালে অদিতি ও সিদ্ধার্থ বিয়ে করেছেন বলে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমগুলি নিশ্চিত করেছে।

তেমনই জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। যদিও অদিতি এবং সিদ্ধার্থ, ২ জনের কেউই বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানাননি। অদিতি অবশ্য সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের কথা চলতি বছরের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নেন।

অদিতি দক্ষিণ ভারতীয় সিনেমা এবং বলিউড ২ জায়গাতেই পরিচিত মুখ। রঙ্গ দে বসন্তি সিনেমায় সিদ্ধার্থকে সারা ভারত চিনে গিয়েছিল।

সিদ্ধার্থ এবং অদিতি ২ জনেরই আগে বিয়ে হয়েছে। অদিতি বিয়ে করেছিলেন সত্যদীপ মিশ্র নামে এক ব্যক্তিকে। ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

অন্যদিকে ছোটবেলার প্রেমিকাকে ২০০৩ সালে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু সে বিয়ে ভেঙে যায় ২০০৬ সালে। সিদ্ধার্থ বলিউডে বেশ কয়েকটি সিনেমা করলেও তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk