Entertainment

শ্যুটিং সেরে ফেরার পথে মৃত ২ জনপ্রিয় অভিনেত্রী

Published by
News Desk

২ জনই জনপ্রিয়। একজনের বয়স ২০ আর অন্যজনের ২১। এরমধ্যেই জনপ্রিয়তা তুঙ্গে। ছোটপর্দায় সকলের পরিচিত মুখ। জীবনের এমন সফল সময়েই অকালে মৃত্যু হল তাঁদের। শ্যুটিং সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল এই ২ জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ।

ভোরের দিকে ফিরছিলেন তাঁরা। রাস্তার উল্টোদিক থেকে ছুটে আসছিল একটি বেপরোয়া ট্রাক। গাড়ির চালক তা দেখে গাড়িটিকে ধারে সরিয়ে নিয়ে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন। আর তখনই কোনও কারণে তিনি নিয়ন্ত্রণ হারান। গাড়ি প্রবল গতিতে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের গাছে। দুমড়ে যায় গোটা গাড়িটা।

ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশোত্তীর্ণা ভার্গবী-র। অন্য অভিনেত্রী ২১ বছরের অনুষা রেড্ডিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। গাড়িতে চালক ছাড়াও আরও ১ ব্যক্তি ছিলেন। এঁদের ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কীভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার আপ্পারেড্ডি গুডা এলাকায়। অনন্তগিরি জঙ্গলে শ্যুটিং চলছিল একটি সিরিয়ালের। সেই শ্যুটিং সেরেই হায়দরাবাদ ফিরছিলেন ২ অভিনেত্রী। কিন্তু রাস্তাতেই শেষ হয়ে গেল তাঁদের জীবন। জনপ্রিয় ২ অভিনেত্রীর মৃত্যুতে দর্শক মহলে শোকের ছায়া।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk