Entertainment

সিনেমার ডার্বিতে শাহরুখ সলমন, এবার সামনাসামনি লড়াই

বলিউডের ২ সুপারস্টার সলমন খান ও শাহরুখ খান। এই ২ সুপারস্টারের লড়াই এবার দর্শকদের সামনে আসতে চলেছে। একই ফ্রেমে হবে জোর টক্কর।

Published by
News Desk

এতদিন পাঠান নিয়ে শাহরুখ দাপট দেখিয়েছেন। আর টাইগার নিয়ে সলমন। আবার শাহরুখের পাঠানে কিছুটা সময় সলমন লড়াই দিয়েছেন। ঘোষণা করেছেন টাইগার তৃতীয়বার ফিরবে যখন তখন সেখানে পাঠানকে কিছুটা সময়ের জন্য দেখা যাবে। বক্স অফিসে টাইগার বা পাঠান নিজেদের কেরামতি দেখালেও এবার তারা একই ফ্রেমে মুখোমুখি লড়াইয়ে। কারণ এবার পর্দায় আসবে টাইগার ভার্সেস পাঠান।

টাইগার বনাম পাঠান মানে একই সিনেমায় শাহরুখ খান ও সলমন খান একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই লড়বেন। আর ২ তারকার বিপুল ফ্যান ফলোয়ারদের হলমুখী করতে পারলে বিপুল অঙ্কের লাভের মুখ দেখবেন প্রযোজক।

এই ২ তারকাকে নিয়ে সিনেমা করা তো মুখের কথা নয়। তাঁদের রাজি হওয়ারও একটা ব্যাপার থাকে। আদিত্য চোপড়া এই সিনেমার জন্য ২ জনের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। তাঁদের আলাদা করে সিনেমার চিত্রনাট্য বোঝান।

তবে সিনেমার গল্পের কথা শোনার পর ২ তারকাই রাজি হয়ে যান। ২০২৪ সালের মার্চ মাসে শুরু হবে এই টাইগার ভার্সেস পাঠান সিনেমার শ্যুটিং।

সলমন বা শাহরুখের এদেশে ভক্তের সংখ্যা নেহাত কম নয়। ২ জনই বক্স অফিস দিতে ওস্তাদ। এবার তাঁরা ২ জন একই সিনেমায় জুটি বাঁধলে তা যে সেখানে ম্যাজিক হবে তা বিশ্বাস করেন ২ জনের ভক্তরাই।

ফলে দর্শকদের হলমুখী হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি ডার্বি ম্যাচের মত ২ ফ্যান ফলোয়ারদের মধ্যে উন্মাদনাও দেখা গেলে তা অস্বাভাবিক নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk