Entertainment

ঝগড়াও মিটল, ছেলেকে নিয়ে কথাও হল, গদর ২ পার্টিতে নজর কাড়লেন ২ জন

একটা পার্টি অনেক বছরের ঝগড়া মুছে দিল। আবার সেই পার্টিতেই ছেলেকে নিয়ে কথাও বললেন ২ জনে। যা কার্যত সব আলো কেড়ে নিয়েছে।

Published by
News Desk

সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত গদর ২ সিনেমাটি ইতিমধ্যেই দারুণ সাফল্যের মুখ দেখেছে। যার হাত ধরে সানি দেওল ফিরেছেন নিজের জায়গায়।

গদর ২ সিনেমার এই রূপকথার মত বক্স অফিসে সাফল্য উদযাপন করতে একটি পার্টির আয়োজন করেছিলেন সানি দেওল। সেই পার্টিতে অনেককে অবাক করে সস্ত্রীক হাজির হন শাহরুখ খান।

শাহরুখ খান ও সানি দেওলের সেই কবে ‘ডর’ সিনেমাকে কেন্দ্র করে মনোমালিন্য মুখ দেখাদেখি বন্ধের জায়গায় পৌঁছেছিল। তারপর থেকে কেউ কারও সঙ্গে কথা বলতেন না।

বলিউডের এই ২ অভিনেতার ঝগড়া প্রায় সকলের জানা। এত বছরের সেই ঝগড়া মিটে গেল এই গদর ২ সিনেমার সাফল্য পার্টিতে। যেখানে শাহরুখ আসার পর সানি ও শাহরুখকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। ২ জনের কথাও হয় বেশ কিছুক্ষণ।

যেখানে শাহরুখকে তাঁর ছেলে আরিয়ান খানের বিষয়ে সানি দেওলের সঙ্গে কথা বলতে দেখা যায়। যে ছবি ক্যামেরাবন্দি করতে ছাড়েননি কেউ। মনে করা হচ্ছে এই পার্টির হাত ধরে ২ জনের সব ঝগড়া মিটে গেল।

সানি দেওলের এই পার্টিতে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন সলমন খান, আমির খানরাও। উপস্থিত ছিলেন অজয় দেবগণ, করণ জোহর, সুনীল শেট্টি, অনুপম খের, জোয়া আখতার, কার্তিক আরিয়ান, শাহিদ কাপুর, বনি কাপুর, অর্জুন কাপুর, রাজকুমার রাও, সারা আলি খান, রাকুল প্রীত সিং, শিল্পা শেঠী, কৃতী শ্যানন প্রমুখ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk