Entertainment

দীপিকা রণবীরের সংসার কি ভাঙার মুখে, ১ দিনে কানাঘুষো তুঙ্গে

৬ জুলাই এমন এক দিন যে দিনটা দীপিকা ও রণবীরের সংসার ভাঙার সম্ভাবনায় ঘৃতাহুতি দিল। ফলে এ নিয়ে কানাঘুষোও চরমে উঠেছে।

Published by
News Desk

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারজীবন শুরু হয় ২০১৮ সালের নভেম্বর মাসে। ইতালিতে তাঁদের সেই বিয়ে ঘিরে পাপারাৎজিদের উৎসাহের অন্ত ছিলনা।

কোঙ্কানি ও সিন্ধি, ২ নিয়মেই তাঁদের বিয়ে হয়। তারপর ২ তারকার সুখের সংসারের শুরু। কিন্তু হালে দীপিকা ও রণবীরের সম্পর্কে চিড় ধরেছে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল টিনসেল টাউনে।

কানাঘুষো তো চলতেই থাকে। তা নিয়ে বিশেষ কেউ মাথা ঘামান না। কিন্তু এবার সেই জল্পনায় কি নিজেই ঘি ঢেলে দিলেন দীপিকা। তবে কি দীপিকা, রণবীরের সুখের সংসারে ভাঙন ধরল? এটাই এখন অনেকের প্রশ্ন।

গত ৬ জুলাই দিনটাই এই ঘৃতাহুতির কারণ হয়ে উঠেছে। ওই দিন ছিল রণবীর সিংয়ের জন্মদিন। ফলে দিনভর রণবীরের জন্য শুভেচ্ছার বন্যা দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু রণবীর ঘরণী দীপিকার তরফ থেকে একটি শব্দও খরচ হয়নি স্বামীকে শুভেচ্ছা জানিয়ে।

দীপিকার শুধু ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা ৭৪.৬ মিলিয়ন অর্থাৎ ৭ কোটি ৪৬ লক্ষ। সেখানেই প্রশ্ন উঠেছে স্বামী রণবীরের জন্মদিনে দীপিকার তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটাও পোস্ট নেই কেন? কী এমন হল যে স্বামীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটা শব্দও খরচ করলেন না দীপিকা? প্রশ্ন উঠছে এই উপেক্ষা নিয়ে।

এমনও কানাঘুষো ফের মাথাচাড়া দিয়েছে যে তাহলে কি দীপিকা রণবীরের ঘর ভাঙার জল্পনা সত্যির দিকে এগোচ্ছে? রণবীরের ৩৮ তম জন্মদিনের পর এই জল্পনা নতুন মাত্রা পেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk