Entertainment

বেডরুমে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাসপাতালে অভিনেতা অভিনেত্রী

বেডরুমে নারী পুরুষ ঘনিষ্ঠ অবস্থায় ভালবাসায় ব্যস্ত। এমন দৃশ্য সিনেমায় হামেশাই দেখা যায়। এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীকে শেষপর্যন্ত হাসপাতালে যেতে হল।

Published by
News Desk

নারী পুরুষের দৈহিক মিলন দৃশ্য সিনেমার পর্দায় অনেকেই দেখেছেন। শিল্পের প্রয়োজনে এমন দৃশ্য অনেক সময় আবশ্যিক হয়ে পড়ে বলেই মনে করেন বিশেষজ্ঞেরা। এমনই এক দৃশ্যকে ক্যামেরাবন্দি করার কাজ চলছিল।

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত স্পিনার শ্যেন ওয়ার্ন-এর জীবনের ওপর তৈরি হচ্ছে একটি মিনি সিরিজ। যাতে মাত্র ২টি এপিসোড থাকবে।

শ্যেন ওয়ার্ন মানেই এক রঙিন এবং এক বিতর্কিত অধ্যায়। যাঁর জীবনে নারীর অভাব ছিলনা। সেই শ্যেন ওয়ার্নের জীবন নিয়ে সিরিজে যে দৈহিক মিলন দৃশ্য থাকতে পারে তা অস্বাভাবিক কিছু নয়।

সিরিজে শ্যেন ওয়ার্নের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন ২৯ বছরের মার্নি কেনেডি। তিনিই প্রকাশ করেছেন সেই ঘটনা। মার্নি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ঘটনাটি জানিয়েছেন।

মার্নি জানিয়েছেন, দৃশ্যটা ছিল যে তিনি এবং শ্যেন ওয়ার্নের চরিত্রে অভিনয় করা অ্যালেক্স উইলিয়ামস একটি করিডর দিয়ে হেঁটে আসবেন। তারপর নিজেদের ঘরের কাছে এসে দরজা ঠেলে ঢুকে সোজা বিছানায় ঝাঁপিয়ে পড়বেন। সেখানেই শ্যুট হবে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহুর্ত।

মার্নি জানান তিনি এবং অ্যালেক্স দরজায় ধাক্কা দিয়ে ঢুকে একে অপরকে জড়িয়ে লাফ দেন বিছানায়। কিন্তু বিছানায় গিয়ে না পড়ে তাঁরা পড়েন পাশে।

বিছানায় পড়লে নরম বিছানায় আঘাত পেতেন না। কিন্তু পাশে পড়ে তাঁর হাত ভেঙে যায়। অ্যালেক্সের কোমর ভাঙে এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি। শ্যুটিং বন্ধ করে দ্রুত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিছিয়ে যায় সিরিজের শ্যুটিং। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk