Entertainment

গরু খোঁজা খুঁজে অবশেষে পাওয়া গেল রণবীর কাপুরের সীতা

রণবীর কাপুর রামের চরিত্রে। তাঁর সীতা কে হবেন? প্রায় গরু খোঁজা চলছিল সীতার জন্য। অবশেষে সমস্যা মিটল। সীতা কে শুনলে অনেকেই চমকে যেতে পারেন।

Published by
News Desk

এখন রামায়ণ সিনেমার অন্যতম প্লটে পরিণত হয়েছে। মহাকাব্যের ছায়ায় তৈরি হচ্ছে একাধিক সিনেমা। আদিপুরুষ দেখার জন্য যখন মুখিয়ে দেশ, তখন আর এক রামায়ণ তৈরি করছেন রণবীর কাপুর। সিনেমার নামই ‘রামায়ণ’।

সেখানে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সিনেমার পরিচালক নীতেশ তিওয়ারি সফল পরিচালক হিসাবে বিখ্যাত। তাঁর ‘ছিছোড়ে’ বা ‘দঙ্গল’, বক্স অফিসে আলোড়ন ফেলেছে আগেই।

তাঁর পরিচালনায় তৈরি হতে চলা রামায়ণ-এর রাম রণবীর হলেও তাঁর সীতা কে হবেন তা পরিস্কার ছিলনা। প্রায় গরু খোঁজা খুঁজে অবশেষে সীতা পাওয়া গিয়েছে।

চোখের সামনে সীতা থাকলেও সারা দুনিয়া খুঁজে বেড়ানো চলছিল। অন্তত সীতা বাছাইয়ের পর তাই মনে করছেন সকলে। কে সীতা হচ্ছেন রণবীরের বিপরীতে তা শুনে অনেকেই অবাক।

রণবীরের রামায়ণে রণবীর রাম। তাঁর স্ত্রী সীতা। বাস্তব জীবনে রণবীরের স্ত্রীই পর্দায় তাঁর স্ত্রী সীতা। আলিয়া ভাটই হচ্ছেন সীতা।

আলিয়াকে কয়েকদিন আগে পরিচালকের অফিসে দেখতে পাওয়া যায়। তখনই একটা গুঞ্জন শুরু হয়েছিল যে রামায়ণ-এ সীতা কি তবে আলিয়াই? সেই জল্পনাই সত্যি হল।

আলিয়া-রণবীর, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @aliaabhatt

পর্দায় রাম সীতা বাস্তব জীবনেও স্বামী স্ত্রী। পরিচালক নীতেশ তিওয়ারি এখন ব্যস্ত রয়েছেন আরও একটি সিনেমা নিয়ে। বিশ্ব যুদ্ধের পটভূমিতে তৈরি হচ্ছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের ‘বাওয়াল’। সেই সিনেমা নিয়ে ব্যস্ত নীতেশ।

এদিকে রণবীর আলিয়া জুটিকে শেষ দেখা গিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। তারপর ফের তাঁরা জুটি বাঁধছেন রামায়ণ-এ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk