Entertainment

শাহরুখ খানের সিনেমায় টম ক্রুজ যোগের কথা প্রকাশ করলেন পরিচালক

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’-এ এবার টম ক্রুজ যোগ। সেকথা এবার সকলের সামনে প্রকাশ করে দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

Published by
News Desk

শাহরুখ খানের সিনেমা পাঠান-এর অপেক্ষায় দেশবাসী। আপাদমস্তক অ্যাকশনধর্মী এই সিনেমার কাহিনি কিন্তু এখনও গোপন রেখেছেন শাহরুখ থেকে পরিচালক, প্রযোজক সকলেই। উন্মাদনার পারদকে চরমে পৌঁছে দিতে এতটুকু খামতি রাখছেন না কেউ।

এদিকে হলিউড সুপারস্টার টম ক্রুজের নামের সঙ্গে সকলেই পরিচিত। মিশন ইম্পসিবল সিরিজ হোক বা টম গান মাভেরিক, টম ক্রুজ মানেই ঝুঁকির অ্যাকশন। প্রাণ হাতে করে অ্যাকশন। যা আবার ডামি দিয়ে নয়, টম ক্রুজ নিজেই করতে পছন্দ করেন।

যা পর্দায় দেখে দর্শকদের বুক কেঁপে ওঠে, সেই স্টান্ট নিজেই প্রাণের ঝুঁকি নিয়ে করতে পছন্দ করেন টম। সেই টম ক্রুজ যোগ যে পাঠান-এ রয়েছে সেকথা অবশ্য প্রকাশ করে দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

কেমন সেই টম ক্রুজ যোগ? সিদ্ধার্থ জানিয়েছেন, শাহরুখ খানের মত দেশের অন্যতম সেরা হিরোকে নিয়ে কাজ করতে গেলে দরকার দক্ষ একটি টিম।

সিনেমা তৈরির সময় সব ক্ষেত্রে সেরাদেরই নিতে হবে। তাই পাঠান সিনেমার অ্যাকশন সাজানোর জন্য তিনি ডেকে এনেছেন হলিউডের অন্যতম সেরা অ্যাকশন ডিরেক্টর ক্যাসে ও’নিল-কে। যিনি টম ক্রুজের সিনেমার অ্যাকশন ডিরেক্টর থেকেছেন।

তিনিই পাঠান সিনেমার অ্যাকশন মুহুর্তগুলিকে সাজিয়েছেন। ফলে পাঠান-এর অ্যাকশনে অভিনবত্ব, পাশ্চাত্য ভাবনা এবং আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে। যা দেখার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। নতুন বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের পাঠান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk