Entertainment

ভিড়ের সুযোগে ২ অভিনেত্রীর শরীরে অন্যায় স্পর্শ, মানসিকভাবে বিধ্বস্ত ২ জনই

সিনেমার প্রচারে অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন জায়গায় হাজির হন। সেখানে ভিড়ও জমে। কিন্তু এমন পরিস্থিতির হয়তো শিকার হতে হয়না অভিনেত্রীদের।

Published by
News Desk

একটি শপিং মলে ছিল প্রচার। সিনেমার প্রচারে সেখানেই উপস্থিত হয়েছিলেন ২ জনে। প্রচারে আসা ২ জনপ্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড় জমে যায়। প্রবল ভিড় উপচে পড়ে।

প্রচারের কাজে অবশ্য সমস্যা হয়নি। ২ অভিনেত্রী প্রচারের কাজ সেরে বাইরে বার হতে যান। আর ঠিক তখনই ভিড় উপচে পড়ে তাঁদের ওপর।

১ অভিনেত্রী জানান, প্রবল ভিড়ের মধ্যে থেকেই সেই সময় তাঁকে অন্যায়ভাবে স্পর্শ করা হয়। তিনি এও বলেন যে তাঁর দেহের এমন এক অংশ ধরা হয়েছিল যে তা তিনি প্রকাশ্যে বলতে পারবেননা। তবে তিনি যে ওই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত তা সোশ্যাল মাধ্যমে জানান অভিনেত্রী।

অন্য এক অভিনেত্রীর দাবি, তিনিও ঠিক একইভাবে ভিড়ের শিকার হয়েছেন। তাঁকেও একইভাবে স্পর্শ করা হয়েছে ভিড়ের মধ্যে থেকে। জীবনে অনেক জায়গায় প্রচারে যেতে হয়েছে তাঁকে। কিন্তু এমন ভয়ংকর অভিজ্ঞতা কখনও হয়নি।

২ অভিনেত্রীই মানসিকভাবে বিপর্যস্ত। ভিড়ের সুযোগে যে তাঁদের এমন শারীরিক স্পর্শের শিকার হতে হবে তা ভাবলেও শিউরে উঠছেন তাঁরা।

ভিড়ে থাকা মানুষজনের যারা ওই ভিড়ের সুযোগে তাঁদের সঙ্গে এমন নোংরা আচরণ করল তাদের স্বভাবের দিকে আঙুল তুলেছেন ২ অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে কেরালার কোঝিকোড়ে।

কেরালা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ওই ২ অভিনেত্রী। ওইদিনের ভিড়ের ছবিও স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk