Entertainment

জন্মদিনে মেয়েকে অগ্রিম ‘সারপ্রাইজ’ শাহরুখ খানের স্ত্রীর, উপহারে মুগ্ধ নেট দুনিয়াও

Published by
News Desk

দেখতে দেখতে ১৮টি বসন্ত পার করে ফেললেন কিং খানের কন্যা। এখনও কত বসন্তের রঙ মাখা বাকি। সেই তারুণ্যের রঙে মঙ্গলবার সপ্তদশী থেকে অষ্টাদশীতে রাঙিয়ে উঠলেন সুহানা খান। সুহানা শাহরুখ খান ও গৌরী খানের একমাত্র কন্যা। তাঁর জন্মদিন বলে কথা। বাবা ব্যস্ত ছবির শ্যুটিং আর আইপিএল নিয়ে। তাই মেয়েকে জন্মদিনের সেরা উপহার দিতে একা হাতে সব দিক সামলাচ্ছেন গৌরী। মেয়ের জন্মদিনের জন্য আলাদা পরিকল্পনা আছেই। তার ১ দিন আগে মেয়েকে ‘স্পেশাল সারপ্রাইজ’ দিতে ভুললেন না বাদশা ঘরণী।

গত সোমবার সুহানার একটি ‘সিজলিং লুক’-এর ছবি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন গৌরী খান। ছবিতে শাহরুখ কন্যার রূপ যেন ফেটে পড়ছে। পিতৃমুখী সুহানার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এমনটাই মনে করছেন সিংহভাগ নেটিজেন। ইতিমধ্যে মোহময়ী ‘বার্থ ডে গার্ল’-কে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সুহানার ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে লক্ষের ঘর।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk