Business

জার্মান প্রসাধনী সংস্থা কিনে নিল ইমামি

Published by
News Desk

কলকাতায় হেডকোয়ার্টার। সেখান থেকেই দেশ জুড়ে চলে তাদের বিভিন্ন উৎপাদনের বিক্রি। সেই ইমামি সংস্থা রীতিমত ভেল্কি দেখাল কর্পোরেট জগতে। মধ্যপ্রাচ্য সহ তাদের যেখানে যেখানে বাজার রয়েছে সেখানে ইমামির বাজার দখল আরও শক্তিশালী করতে তারা কিনে নিল জার্মানির অন্যতম সেরা প্রসাধনী সংস্থা ক্রিম ২১-কে। ক্রিম, লোশন, শাওয়ার জেল, সান কেয়ার ও পুরুষদের প্রয়োজনীয় প্রসাধনী বিক্রির জন্য বিখ্যাত ক্রিম ২১। এমন এক জার্মান সংস্থাকে কিনে নিয়ে দেশের বাণিজ্য জগতের জন্য সুখবর বয়ে এনেছে ইমামি।

সংস্থার তরফে জানানো হয়েছে ব্যবসা বাড়ানোই লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। এই অতিরিক্ত বাণিজ্য ভিত্তি তাদের ব্যবসাকে আরও বাড়াবে বলেই আশাবাদী সংস্থা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts