কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে মঙ্গলে মহাকাশযান, প্রতীকী ছবি
মঙ্গলগ্রহে যে তিনি দ্রুত মানুষ পাঠাতে চান তা আগেই জানিয়েছিলেন স্পেসএক্স কর্ণধার ইলন মাস্ক। মার্কিন ধনকুবের মাস্ক এটাও দাবি করেছিলেন যে একটা সময় আসতে চলেছে যখন ২টি দেশের মধ্যে বিমানে যাতায়াতের মত, মঙ্গলগ্রহে মানুষ যাতায়াত করবে।
এবার তিনি এমন এক ঘোষণা করলেন যা গোটা দুনিয়াকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিতে পারে। মাস্ক তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ২০২৬ সালের শেষের দিকেই মঙ্গলের উদ্দেশে পাড়ি দেবে তাঁর সংস্থার তৈরি স্টারশিপ রকেট।
৩৯৭ ফুট লম্বা এবং ৩০ ফুট চওড়া এই অতিশক্তিশালী যান মঙ্গলের উদ্দেশে পাড়ি দেবে এক রোবটকে সঙ্গে নিয়ে। তাঁরই সংস্থা টেসলার হিউম্যানয়েড রোবট অপটিমাস সেই যাত্রায় সঙ্গী হবে।
যদি দেখা যায় এই মঙ্গল যাত্রা পরিকল্পনা মত সম্পূর্ণ হল, মঙ্গলে পৌঁছে অপটিমাস মানুষ পাঠানোর সবুজ সংকেত দিল, তাহলে ২০২৯ সালেই লাল গ্রহে মানুষ পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হবে। খুব বেশি দেরি হলে ২০৩১ সালে মঙ্গলে মানুষের পা পড়বে।
মাস্ক এটাও দাবি করেন যে পৃথিবী থেকে পাঠানো সাহায্য ছাড়াই মঙ্গলে একসময় একটি সভ্যতা গড়ে উঠবে। কমপক্ষে ১০ লক্ষ মানুষকে লাল গ্রহে বসবাসের জন্য পাঠাতে চান মাস্ক।
পৃথিবী ছাড়াও অন্য গ্রহে মানুষের স্থায়ীভাবে থাকার বন্দোবস্তের জন্য প্রচেষ্টা আগেই শুরু হয়েছে। তবে ২০৩১ সালেই সেখানে মানুষের পা পড়বে এটা ভাবনার অতীত সাধারণ মানুষের কাছে।
যেখানে চাঁদে মানুষ পাঠানোর আগামী মিশন নিয়ে নাসা আরও নিশ্চিত হতে চাইছে, সেখানে মঙ্গলে ২০৩১ সালের মধ্যে মানুষের পা পড়াটা বেশ চমকপ্রদ সকলের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা