National

উপরাষ্ট্রপতি নির্বাচন ৫ অগাস্ট, ওই দিনই গণনা

Published by
News Desk

রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলেই উপরাষ্ট্রপতি নির্বাচন। এদিন তেমনই জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ৫ অগাস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। ওইদিন ভোট শেষেই হবে গণনা। ফলে ওইদিনই জানা যাবে কে হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের মত জটিল অঙ্কের খেলা নয়। সহজ সরল এই নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ভোট দিতে পারেন। অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সাকুল্যে ৭৭৬টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১০ অগাস্ট বর্তমান উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

 

Share
Published by
News Desk