National

৮ জুনের রাজ্যসভা নির্বাচন স্থগিত

Published by
News Desk

আগামী ৮ জুনের রাজ্যসভা নির্বাচন স্থগিত করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, পরবর্তী দিনক্ষণ এখনও স্থির নয়। তা পরে জানানো হবে। রাজ্যসভার ১০টি আসনের সাংসদদের মেয়াদ ফুরচ্ছে আগামী ১৮ অগাস্ট। তার আগে নির্বাচন হওয়া জরুরি। ফলে নির্বাচন কমিশনের হাতে এখনও কিছুটা সময় রয়েছে। এছাড়াও সামনেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচন ও রাজ্যসভার নির্বাচন কাছাকাছি সময়ে পড়ে যাওয়ায় কমিশন রাজ্যসভার নির্বাচন পিছিয়ে দিল। তবে নির্বাচনের নতুন দিনক্ষণ এখনও জানায়নি তারা। প্রসঙ্গত ১০টি আসনের ৬টি আসনই পশ্চিমবঙ্গ থেকে ফাঁকা হচ্ছে। বাকি ৩টি গুজরাটের ও ১টি গোয়ার। পশ্চিমবঙ্গের ৬টি আসনের মধ্যে ৫ জন প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছে তৃণমূল। বাকি ১টিতে প্রার্থী কে তা কিছুদিনর মধ্যেই জানানো হবে।

 

Share
Published by
News Desk