National

আপাতত অনন্তনাগে ভোট অসম্ভব, জানিয়ে দিল নির্বাচন কমিশন

Published by
News Desk

অনন্তনাগ লোকসভা উপনির্বাচনে এখন ভোটগ্রহণ সম্ভব নয়। রাজ্যের অবস্থা ভোটগ্রহণের অনুকূল নয়। এদিন সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগে ১২ এপ্রিল ভোট গ্রহণের চেষ্টা হলেও তা যথেষ্ট নিরাপত্তা কর্মীর অভাবে স্থগিত করেছিল কমিশন। এবার তারা সাফ জানিয়ে দিল জম্মু কাশ্মীরের অবস্থা একেবারেই ভোটগ্রহণের অনুকূল নয়। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ভোট।

এদিকে উপত্যকায় পাথর বর্ষণ অব্যাহত। সেনাকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় পাথর বর্ষণ চলছেই। মাঝে মাঝেই চলছে জম্মু কাশ্মীর ব্যাঙ্কে ডাকাতি। উপত্যকার অশান্ত পরিস্থিতি নিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দেখা করলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরার সঙ্গে। বৈঠকে উপত্যকায় লাগাতার অশান্তি নিয়ে চিন্তা ব্যক্ত করেন রাজনাথ। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত উপত্যকায় শান্তি ফেরানোর জন্যও রাজ্যপালকে অনুরোধ করেন রাজনাথ।

Share
Published by
News Desk